'আমি রাণুর ম্যানেজার নই, অমন অনেক-কে স্টার বানিয়েছি ' রাগে খেঁকিয়ে উঠলেন হিমেশ

Last Updated:

কী হল হীমেশের ?

#মুম্বই: এই মুহূর্তে সবথেকে বড় সেলেব্রিটি নিঃসন্দেহে রাণু মণ্ডল! রানাঘাটের স্টেশন থেকে সোজা পাড়ি দিয়েছেন মুম্বই। ক্রেডিট অবশ্য সঙ্গীত পরিচালক হিমেশ রেশামিয়ার! তিনি তাঁর আগামী ছবি 'হ্যাপি হার্ডি অ্যান্ড হীর'-এ রাণুকে দিয়ে ৩টি গান রেকর্ড করিয়েছেন। এরপর আর পেছন ফিরে দেখতে হয়নি রাণুকে...শিরোনামে একাই রাণু...
হিমেশের কম্পোজিশনে রাণুর গাওয়া 'তেরি মেরি কাহানি' সুপার-ডুপার হিট! এককথায় লাইমলাইটের বৃত্তে লতাকন্ঠী... এমনকী যিনি রাণুকে রাতারাতি স্টার বানালেন, জনপ্রিয়তায় সেই হিমেশকেও ছাড়িয়ে গিয়েছেন রাণু! এখন হিমেশ যেখানেই যাক, জনতা তাঁর থেকে বেশি রাণুকে নিয়ে জানতে আগ্রহী, আট থেকে আষি হিমেশকে ছেঁকে ধরেন রাণু সম্পর্কে জানতে...হালে একটি অনুষ্ঠানে হাজির ছিলেন হিমেশ! সেখানেও সেই একই দৃশ্য...সম্প্রতি ফ্যানেদের সঙ্গে রাণুর দুর্ব্যবহারের প্রসঙ্গে উত্তাল হয়েছে সোশ্যাল মিডিয়া, সেই বিষয়ে হিমেশের মতামত চান আম-জনতা, আর তাতেই বেজায় চটে যান হিমেশ রেশামিয়া... খেঁকিয়ে বলে ওঠেন, '' আমি রাণু মণ্ডলের ম্যানেজার নই, কাজেই আমায় এ'সব প্রশ্ন করবেন না। রাণু প্রথম কেউ নন, যাকে আমি ব্রেক দিলাম। দর্শন রাভাল, শানন কে, পালক মুচ্চাল-এর মত বহু স্টারকে আমি ব্রেক দিয়েছি!''
বাংলা খবর/ খবর/বিনোদন/
'আমি রাণুর ম্যানেজার নই, অমন অনেক-কে স্টার বানিয়েছি ' রাগে খেঁকিয়ে উঠলেন হিমেশ
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement