'সিট বেল্ট বেঁধে নিন!', টুইটারে KRK ফিরতেই 'রসিক' হুঁশিয়ারি বিগ বি-র

Last Updated:

KRK ফিরতেই অমিতাভ বচ্চনের টুইট, 'সিট বেল্ট বেঁধে নিন। এসে গিয়েছেন KRK।' বিভিন্ন বলিউড স্টারদের নিয়ে কামাল আর খানের বিতর্কিত মন্তব্য ও লিঙ্গ বৈষম্যমূলক কটূক্তিতে তিতিবিরক্ত হয়ে অনেকেই এই স্বঘোষিত ফিল্ম সমালোচকের নিন্দায় সরব হন৷

#মুম্বই: স্বঘোষিত ফিল্ম সমালোচক ও প্রযোজক কামাল আর খান বা সংক্ষেপে KRK ফিরলেন টুইটারে৷ বলিউড সেলেবদের নিয়ে ভুলভাল মন্তব্য করার জেরে তাঁর টুইটার অ্যাকাউন্ট সাসপেন্ড করে দিয়েছিল টুইটার৷ সেই অ্যাকাউন্টটি আবার খুলে দেওয়া হয়েছে৷ এ হেন KRK-কে টুইটারে স্বাগত জানালেন খোদ বিগ বি৷
KRK ফিরতেই অমিতাভ বচ্চনের টুইট, 'সিট বেল্ট বেঁধে নিন। এসে গিয়েছেন KRK।' বিভিন্ন বলিউড স্টারদের নিয়ে কামাল আর খানের বিতর্কিত মন্তব্য ও লিঙ্গ বৈষম্যমূলক কটূক্তিতে তিতিবিরক্ত হয়ে অনেকেই এই স্বঘোষিত ফিল্ম সমালোচকের নিন্দায় সরব হন৷ টুইটারে একগুচ্ছ অভিযোগ জমা পড়ে৷ যদিও অমিতাভ কিন্ত‌ু KRK-র সঙ্গে ভালো সম্পর্কই বজায় রেখেছেন৷ এমনকী KRK-র সঙ্গে একটি ছবিও পোস্ট করেছেন বিগ বি৷
advertisement
advertisement
২০১৭ সালে যখন KRK দাবি করেছিলেন, 'সরকার'-এর সিক্যুয়েল হিট করবে, তখন অমিতাভ নিজে কেআরকে-কে ধন্যবাদ জানিয়ে টুইট করেছিলেন, 'ধন্যবাদ কামাল৷ আপনি এখন বক্স অফিসের প্রেডিক্টিভ ব্যারোমিটার হয়ে গিয়েছেন৷ আশা করব, আপনার পূর্বাভাস সত্যি হবে৷'
advertisement
গত বছর কামালের টুইটার অ্যাকাউন্ট সাসপেন্ড করা হয়৷ আমির খানের 'সিক্রেট সুপারস্টার' ছবির ক্লাইম্যাক্স প্রকাশ করে দেওয়া ও আমির খানের বিরুদ্ধে বেশ কিছু কুমন্তব্য করায় অ্যাকাউন্ট বন্ধ করে দেয় টুইটার৷ অ্যাকাউন্ট না-খুলে দিলে তিনি আত্মহত্যা করবেন বলেও হুমকি দেন৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
'সিট বেল্ট বেঁধে নিন!', টুইটারে KRK ফিরতেই 'রসিক' হুঁশিয়ারি বিগ বি-র
Next Article
advertisement
BCCI New President: দৌড়ে ছিলেন সৌরভ, হরভজন! শেষ পর্যন্ত বিসিসিআই-এর নতুন সভাপতি কে? বড় চমক
দৌড়ে ছিলেন সৌরভ, হরভজন! শেষ পর্যন্ত বিসিসিআই-এর নতুন সভাপতি কে? বড় চমক
  • সৌরভ, হরভজনের মতো হেভিওয়েটদের পিছনে ফেলে বিসিসিআই-এর শীর্ষ পদে বসছেন প্রাক্তন ক্রিকেটার মিঠুন মানহাস৷ আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের প্রতিনিধিত্ব না করলেও কয়েক বছর আগেও ঘরোয়া ক্রিকেট পরিচিত মুখ ছিলেন মিঠুন৷

VIEW MORE
advertisement
advertisement