বাংলার প্রভাব মুম্বইয়েও! বৈদিক মতে, কন্যা সম্প্রদান ছাড়াই মহিলা পুরোহিত বিয়ে দিলেন দিয়া মির্জার

Last Updated:

শুধু মহিলা পুরোহিতই নয়, দিয়া-বৈভবের আইনি বিয়েও হয়েছে এক মহিলা আইনজীবীর হাত ধরে ।

#মুম্বই: বদলাচ্ছে যুগ, বদলাচ্ছে সময় । এগিয়ে চলেছে এই সমাজ । যেখানে নারী পন্যদ্রব্য নয়, যেখানে নারীরও অধিকার রয়েছে বেদ পাঠ করার । পুরুষের সঙ্গে তালে তাল মিলেয়ে সেও আজ বিমান চালাচ্ছে, সীমান্তে যুদ্ধ করছে, পৌরহিত্যেও আজ আর পিছিয়ে নেই তাঁরা ।
বাংলার তথা দেশের প্রথম মহিলা পুরোহিত নন্দিনী ভৌমিকের জীবনের উপর আধারিত ছবি ‘ব্রহ্মা জানেন গোপন কম্মটি’র কাহিনী যেন এ বার বাস্তবের জীবনে প্রতিফলিত হতে শুরু করেছে ধীরে ধীরে । সদ্যই টলিউডের এক ঝাঁক তারকার বিযে হয়েছে বৈদিক মতে । সেখানে না ছিল কন্যাসম্প্রদান, না ছিল কনকাঞ্জলি । সিঁদুর দান হয়েছে উভয়েরই । ওম-মিমি, গৌরব-দেবলীনা তাঁর প্রকৃষ্ঠ উদাহরণ । নীলাঞ্জন-ইমনের বিয়ে বৈদিক মতে না হলেও তাতে সিঁদুর পরেছিলেন দু’জনেই ।
advertisement
এ বার সেই ট্রেন্ডে অনুপ্রণিত হল বলিউডও । বৈদিত মতে বিয়ে হল অভিনেত্রী দিয়া মির্জা ও শিল্পপতি বৈভব রেখির । বিয়ে দিলেন এক মহিলা পুরোহিত । এই বিয়েতেও ছিল না কন্যাদান প্রথা । শুধু মহিলা পুরোহিতই নয়, দিয়া-বৈভবের আইনি বিয়েও হয়েছে এক মহিলা আইনজীবীর হাত ধরে ।
advertisement
advertisement
নন্দিতা রায়-শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ‘উইন্ডোজ’ প্রডাকশন হাউজ নিবেদিত অরিত্র মুখোপাধ্যায় পরিচালিত, ঋতাভরী চক্রবর্তী অভিনীত ছবি ‘ব্রহ্মা জানেন গোপন কম্মটি’ মুক্তি পেয়েছিল ২০২০ সালে । সেই ছবির বিষয়বস্তু বারবার ছায়া ফেলেছে বাস্তব জীবনে । বহুদিন ধরেই পৌরহিত্যের কাজ করে আসছেন নন্দিনী ভৌমিক । কিন্তু তাঁর জীবনের উপর আধারিত ছবিটি মুক্তি পাওয়ার পর যেন দিকে দিকে ছড়িযে পড়েছে তাঁর নাম । সিনেমার কাহিনী আক্ষরিক অর্থেই রূপ পেয়েছে বাস্তবের মাটিতে ।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
বাংলার প্রভাব মুম্বইয়েও! বৈদিক মতে, কন্যা সম্প্রদান ছাড়াই মহিলা পুরোহিত বিয়ে দিলেন দিয়া মির্জার
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement