#মুম্বই: হিন্দি সিরিয়ালপ্রেমীদের মধ্যে এমন মানুষ খুব কমই আছেন যাঁরা ‘সাথ নিভানা সাথিয়া’ দেখেননি । বহু বছর ছোট পর্দায় দাপিয়ে ব্যাটিং করছে অন্যতম জনপ্রিয় এই সিরিয়াল । আর এই ধারাবাহিকের মুখ্য চরিত্র ‘গোপী বহু’ তো সকলের কাছে ভীষণ জনপ্রিয় একটা চরিত্র । সেই চরিত্র অভিনয় করে বিপুল সাফল্য পেয়েছেন যিনি, তিনি আদতে বাঙালি কন্যা । নাম দেবলীনা ভট্টাচার্য ।
তিন বছর আগে শেষ হয়ে গিয়েছিল ‘সাথ নিভানা সাথিয়া’ । কিন্তু দর্শকদের বহুদিনের দাবি ছিল এই সিরিয়াল ফের ফিরিয়ে আনার । শেষ পর্যন্ত সেই দাবি মেনেই ছোট পর্দায় শুরু হতে চলেছে ‘সাথ নিভানা সাথিয়া ২’। এর আগের সিজনের শেষদিকে ‘গোপী বহু’-র চরিত্রে এসেছিলেন গিয়া মানেক । তবে দেবলীনার জনপ্রিয়তায় ভাঁটা পড়েনি তাতে । ‘গোপী বহু’ হিসাবে মানুষ ফের দেবলীনা’কেই চাইছিলেন । তাই নির্মাতাদের সিদ্ধান্তে ফের এই সিরিয়ালে দেখা যাবে দেবলীনা’কে ।
সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় নতুন সিজনের একটি টিজার পোস্ট করেছেন দেবলীনা । গোলাপী শাড়ি আর মানানসই গয়নায় তাঁকে দারুণ লাগছে । তবে নতুন টিজারে বেশ কয়েকটি নতুন চরিত্রের আভাস দিয়েছেন দেবলীনা । সেই চরিত্র গুলি কে, তার উত্তর পাওযা যাবে সিরিয়ালেই ।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।