#মুম্বই: হৈ হৈ রৈ রৈ কাণ্ড মুম্বইয়ের কাপূর ম্যানসনে ৷ আর কিছুক্ষণ পরেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন এই পরিবারের বড় মেয়ে, বলিউডের ফ্যাসনিস্তা সোনম কাপূর ৷ ২৬ বান্দ্রা ব্যান্ডস্ট্যান্ডে রকডেলে সকাল ১১টা থেকে সাড়ে ১২টার মধ্যে শিখ রীতি মেনে হবে বিয়ে। এরপর আজই সন্ধে ৮টা থেকে লীলা হোটেলে রিসেপশন পার্টি।গতকাল সারাদিন ধরেই চলেছে জমাটি মেহন্দি অনুষ্ঠান ৷ মেহন্দির পর ছিল সঙ্গীত ৷ সঙ্গীত অনুষ্ঠানের থিম ছিল সাদা ৷ সেই মতো সাদা লেহঙ্গা চোলিতে রাজকীয় সাজ ছিল হবু কনের পরনে ৷ গয়নাও ছিল সাদা কুন্দনের ৷ মাথায় দুধ সাদা গজরায় দুর্দান্ত লাগছিল ‘নিরজা’র নায়িকাকে ৷
আরও পড়ুন: আজই সাতপাকে বাঁধা পড়ছেন সোনম, রকডেল মুখী বলিউড
অন্য দিকে হাজার কাজের মধ্যে ছোটাছুটিতে ব্যস্ত মেয়ের বাবা ৷ বড় মেয়ের বিয়ে বলে কথা ৷ স্বাভাবিকভাবেই তাই কাঁধে বড় দায়িত্ব বাবা অনিল কপূরের ৷ তার মধ্যেও কিন্তু সঙ্গীতের তালে নাচতে ভুললেন না তিনি ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Anil kapoor, Dance, Marriage, Mehendi, Sonam Kapoor, Wedding