মেয়ের বিয়েতে নাচলেন অনিল কাপূর, ভাইরাল ভিডিও
Last Updated:
হৈ হৈ রৈ রৈ কাণ্ড মুম্বইয়ের কাপূর ম্যানসনে ৷ আর কিছুক্ষণ পরেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন এই পরিবারের বড় মেয়ে, বলিউডের ফ্যাসনিস্তা সোনম কাপূর ৷
#মুম্বই: হৈ হৈ রৈ রৈ কাণ্ড মুম্বইয়ের কাপূর ম্যানসনে ৷ আর কিছুক্ষণ পরেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন এই পরিবারের বড় মেয়ে, বলিউডের ফ্যাসনিস্তা সোনম কাপূর ৷ ২৬ বান্দ্রা ব্যান্ডস্ট্যান্ডে রকডেলে সকাল ১১টা থেকে সাড়ে ১২টার মধ্যে শিখ রীতি মেনে হবে বিয়ে। এরপর আজই সন্ধে ৮টা থেকে লীলা হোটেলে রিসেপশন পার্টি।
গতকাল সারাদিন ধরেই চলেছে জমাটি মেহন্দি অনুষ্ঠান ৷ মেহন্দির পর ছিল সঙ্গীত ৷ সঙ্গীত অনুষ্ঠানের থিম ছিল সাদা ৷ সেই মতো সাদা লেহঙ্গা চোলিতে রাজকীয় সাজ ছিল হবু কনের পরনে ৷ গয়নাও ছিল সাদা কুন্দনের ৷ মাথায় দুধ সাদা গজরায় দুর্দান্ত লাগছিল ‘নিরজা’র নায়িকাকে ৷
advertisement
advertisement
অন্য দিকে হাজার কাজের মধ্যে ছোটাছুটিতে ব্যস্ত মেয়ের বাবা ৷ বড় মেয়ের বিয়ে বলে কথা ৷ স্বাভাবিকভাবেই তাই কাঁধে বড় দায়িত্ব বাবা অনিল কপূরের ৷ তার মধ্যেও কিন্তু সঙ্গীতের তালে নাচতে ভুললেন না তিনি ৷
advertisement
বরাবরই সোনমের খুব ক্লোজ অনিল ৷ সাদা কুর্তা পঞ্জাবীতে সেজেছিলেন তিনি ৷ গানের তালে নাচতে দেখা গেল অনিলকে ৷ সঙ্গে ছিলেন স্ত্রী সুনিতাকেও ৷
‘সুভা হোনে না দে’র সঙ্গে নাচলেন অনিল ৷ ‘হাওয়া হাওয়া’র সঙ্গে কোমর দোলাতে দেখা গেল সুনিতাকে ৷ অনিল আর অর্জুন কাপূরের ‘মুবারাকা’ও ছিল দুর্দান্ত ৷
advertisement
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 08, 2018 11:34 AM IST