Ali Fazal: থ্রি ইডিয়টস করার সময় মানসিক অবসাদে ডুবে গিয়েছিলেন আলি ফজল, কী হয়েছিল আসলে?

Last Updated:

ছবিতে (3 Idiots) এক ইঞ্জিনিয়ারিং পড়ুয়া নাম জয় লোবোর চরিত্রে অভিনয় করেছিলেন আলি ফজল (Ali Fazal)।

#মুম্বই: কেরিয়ার শুরুই করেছিলেন সুপারহিট ছবি 'থ্রি ইডিয়টস' (3 Idiots) দিয়ে। ছবিতে এক ইঞ্জিনিয়ারিং পড়ুয়া নাম জয় লোবোর চরিত্রে অভিনয় করেছিলেন আলি ফজল (Ali Fazal)। ছবিতে দেখানো হয়েছিল, ঠিক সময়ে প্রোজেক্ট জমা দিতে না পারায় এবং প্রোজেক্ট জমা দেওয়ার সময়সীমা ডিন না বাড়ানোয় শেষ পর্যন্ত আত্মঘাতী হয়েছিলেন ওই ছাত্র। সম্প্রতি এই ছবি নিয়ে কথা বলতে গিয়ে নিজের জীবনের এক দুর্বিষহ অভিজ্ঞতার কথা শেয়ার করলেন আলি।
সম্প্রতি এক সংবাদসংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে আলি বলেছেন, 'আমি থ্রি ইডিয়টস করার সময় মানসিক অবসাদে ডুবে গিয়েছিলাম। আমি খুব ছোট একটা চরিত্রে ওই ছবিতে কাজ করেছিলাম।' আলির আরও বক্তব্য, 'আপনি জানেন ওই সময় কী হয়েছিল? আচমকা কিছু খবর শিরোনামে এসেছিল। এক কলেজপড়ুয়া নিজেকে শেষ করে ফেলেছে। এর পরই এক নিউজ চ্যানেল থেকে আমার কাছে ফোন আসে, স্যার, আপনি যেমন চরিত্রে অভিনয় করেছেন, ওই কলেজে একেবারে হুবহু ঘটনা ঘটেছে। আপনার এটা শোনার পর কেমন লাগবে? আমি ওই সময় একেবারে ভেঙে পড়েছিলাম। আমি নিজেই কলেজের দ্বিতীয় বর্ষে পড়ছি তখন।'
advertisement
এক ছাত্রের ওই ভাবে নিজেকে শেষ করে দেওয়ার ঘটনায় বিস্তর প্রভাব পড়েছিল অভিনেতা আলির মনে। তিনি থ্রি ইডিয়টসের পরিচালক রাজকুমার হিরানিকেও সেই কথা জানিয়েছিলেন। আলির কথায়, 'আমি ডিপ্রেশনে চলে গিয়েছিলাম। আমি রাজু স্যারকে বলেওছিলাম। বাকিদের সঙ্গেও শেয়ার করেছিলাম। ওঁরা সবাই আমাকে তখন বলেছিল, এমনটা কোরো না। তুমি চ্যানেলের লোেকদের বলো প্রযোজকের সঙ্গে কথা বলে নিতে।'
advertisement
advertisement
চেতন ভগতের 'ফাইভ পয়েন্ট সামওয়ান' উপন্যাসের উপর ভিত্তি করে এই ছবি তৈরি করেছিলেন রাজকুমার হিরানি। ছবিতে অভিনয় করেছিলেন আমির খান, মাধবন, শরমন জোশি। দেখা গিয়েছিল বোমন ইরানি ও করিনা কাপুরকেও। অন্যদিকে, আলির জনপ্রিয় ছবিগুলির মধ্যে রয়েছে হ্যাপি ভাগ জায়েগি, ভিক্টোরিয়া অ্যান্ড আবদুল, জাসুস ও ফুকরে সিরিজ। জনপ্রিয় ওয়েব সিরিজ মির্জাপুরেও অভিনয় করেছেন আলি। শুক্রবার মুক্তি পাবে নেটফ্লিক্সে ওয়েব সিরিজ 'রে'। তাতেও অভিনয় করেছেন আলি ফজল।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Ali Fazal: থ্রি ইডিয়টস করার সময় মানসিক অবসাদে ডুবে গিয়েছিলেন আলি ফজল, কী হয়েছিল আসলে?
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement