এবার সলমানের সঙ্গে টক্করে নামলেন অক্ষয় কুমার !

Last Updated:

সলমানের সঙ্গে টক্করটা কিন্তু নেহাত মুখের কথা নয়। তবে আক্কিও থেমে থাকার পাত্র নয়।

#মুম্বই: সলমান খান মানেই ধমাকাদার ছবি। তিনি যে ছবিই করবেন সেটা বক্স-অফিস হিট হবেই। সলমান নিজের একটা ইমেজ তৈরি করেছেন। আর সেই ইমেজটাকেই তাঁর ফ্যানেরা পছন্দ করে আসছে বছরের পর বছর ধরে। সামনেই মুক্তি পাবে সলমান খান ও সোনাক্ষি সিনহা অভিনীত ছবি " দাবাং থ্রি"। "দাবাং" সলমানের এমন একটি ছবি যেকটি পার্ট রিলিজ করেছে তা বক্স অফিসে হুড়-হুড় করে চলেছে। আর ইদের সময় সলমান ছবি রিলিজ করবেন এটা অনেকটা না বলা সামাজ্রের মতো। তাঁর ফ্যানেরা জানে সল্লুভাই ইদে তাঁদের একটা ভাল ছবি গিফট করবেই। অধিকাংশ পরিচালক সলমানের সঙ্গে টক্কর দিয়ে ইদের সময় ছবি রিলিজ করতে চান না। কারণ ওই সময় বক্স অফিসে সল্লু-ভাইই সবচেয়ে হিট থাকেন। তবে সলমানকে বা তাঁর ছবিকে ভয় পান না বলিউডের আর এক হিরো অক্ষয় কুমার।
অক্ষয় কিন্তু বলিউডে তাঁর মাটি শক্ত করেছেন অনেক খেটে। একের পর এক ভাল ছবি করে নিজের আলাদা একটা ফ্যানবেস তৈরি করেছেন আক্কি। অক্ষয়ের সিনেমাও খুব একটা ফল্প হয় না। ২৭ ডিসেম্বর মুক্তি পেতে চলেছে অক্ষয় অভিনীত ছবি "গুড নিউজ"। কিন্তু ২০২০ তে অক্ষয় টক্কর দিতে চলেছেন সলমান খানকে। ইদের দিনই রিলিজ করছে সলমান অভিনীত ছবি " রাধে, দ্য মোস্ট ওয়ান্টেদ ভাই"। তবে এটা তো জানাই ছিল যে এই সলমানের ছবি আসবেই। কিন্তু ওই একই দিনে রিলিজ করছে অক্ষয় কুমার অভিনীত ছবি," লক্ষ্মী বোম্ব"। যেখানে অক্ষয়ের লুক দেখলেই মাথা খারাপ হয়ে যাচ্ছে। মহিলা সেজেছেন তিনি। পোস্টারটিও বেশ মন কাড়া। সম্প্রতি একটি ইন্টারভিউতে অক্ষয় কুমারকে এই বিষয় নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন," একই দিনে দুটো কেন, আরও বেশি ছবি রিলিজ হতে পারে। সে যেই অভিনয় করুক না কেন ! আমার ছবি যেমন আসছে তেমন অন্য কারও ছবিও আসতে পারে। এতে টক্করের কিছু নেই। ছবি ভাল হলে সব ছবিই বক্স-অফিস হিট করবে। " তাই বলে ইদে সলমানের সঙ্গে টক্করটা কিন্তু নেহাত মুখের কথা নয়। তবে আক্কিও থেমে থাকার পাত্র নয়।
advertisement
advertisement
advertisement
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
এবার সলমানের সঙ্গে টক্করে নামলেন অক্ষয় কুমার !
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement