‘আর কত বড় হলে আরাধ্যার হাতটা ছাড়বেন?’ সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ট্রোলড ঐশ্বর্য

Last Updated:

বিমানবন্দরের মধ্যেও আরাধ্যার হাত শহক্ত করে ধরে রেখেছেন ঐশ্বর্য । এমনকি গাড়িতে ওঠার আগে পর্যন্ত আরাধ্যা এক মুহূর্তের জন্যও ছাড়েননি তিনি।

#চেন্নাই: মেয়েকে প্রায় কখনওই কাছছাড়া করেন না ঐশ্বর্য রাই বচ্চন ৷ বা বলা ভাল হাতছাড়া করেন না ৷ যেখানেই যান না কেন সঙ্গে থাকে ৭ বছরের মেয়ে আরাধ্যা ৷ কিন্তু অদ্ভুত বিষয় হল, কখনও তার হাতটা ছাড়েন না রাই সুন্দরী ৷ মেয়ে যথেষ্ট বড় হয়েছে ৷ এখনও তাকে হাত ধরে নিয়ে চলার কী অর্থ? এমনটাই প্রশ্ন তুলেছেন নেটিজেনরা ৷ একটা সময় পর্যন্ত আরাধ্যাকে কোল থেকে নামাতেন না ঐশ্বর্য ৷ যেখানেই যেতেন তাকে কোলে করে নিয়ে যেতেন ৷ সে সময়ও অতিরিক্ত সাবধানী হওয়ায় ট্রোলড হতে হয়েছিল বচ্চন-বহুকে । তখন নায়িকা বলেছিলেন, পাপারাৎজিদের দেখে ভয় পায় তাঁর মেয়ে ৷ অপ্রস্তুত হয়ে পড়ে ৷ কোল থেকে নামতে চায় না ৷
এখন অবশ্য সেই খুদে অনেক বড় হয়েছে ৷ সাংবাদিকদের ঘেরাটোপে এখন অনেক অভ্যস্ত আরাধ্যা ৷ কিন্তু মা হাত ছাড়ে না তার ৷ নেটিজেনরা ঐশ্বর্যর এমন কাণ্ড দেখে কেউ বলেছেন, ‘সবসময় আরাধ্যার হাতের পজিশন এইরকমই থাকে ৷ আশা করি, যেন তার কাঁধে যন্ত্রণা না হয় ৷’ কেউ আবার বলেছেন, ‘অ্যাশের উচিত এ বার আরাধ্যার থেকে নিজের অ্যাম্বলিকাল কর্ডটা কাটা ৷’ কেউ বলেছেন, ‘প্লিজ, ফর গড সেক ওর হাতটা এবার আপনি ছাড়ুন ৷’ ‘প্লিজ ওকে একটু একা স্বাধীনভাবে হাঁটাচলা করতে দিন ৷’ ‘এ বার ওর হাতটা ছাড়ুন ৷ এখন আর আরাধ্যা ৩ বছরের মেয়ে নয় ৷’
advertisement
advertisement
সম্প্রতি অ্যাশ, অভিষেক এবং আরাধ্যাকে দেখা গিয়েছে চেন্নাই বিমানবন্দরে । চেন্নাইয়ে মণিরত্নমের ছবিতে অভিনয় করছেন রাই সুন্দরী । সেই ছবির শ্যুটিংয়ে চেন্নাই গিয়েছিলেন তিনি । স্ত্রী’কে সঙ্গ দিতে সেখানে কয়েকদিন ছিলেন অভিষেকও । সঙ্গে ছিল আরাধ্যাও । শ্যুটিং সেরে মুম্বই ফেরার সময় পাপারাৎজিদের ক্যামেরায় ধরা পড়ে বচ্চন পরিবার । সেখানেই দেখা যাচ্ছে, কীভাবে বিমানবন্দরের মধ্যেও আরাধ্যার হাত শহক্ত করে ধরে রেখেছেন ঐশ্বর্য । এমনকি গাড়িতে ওঠার আগে পর্যন্ত আরাধ্যা এক মুহূর্তের জন্যও ছাড়েননি তিনি ।
advertisement
এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই ট্রোলিং শুরু করেন নেটিজেনরা । কেউ লেখেন, ‘পজেজিভ মাদার’, কেউ লেখেন, ‘আর কত বড় হলে আরাধ্যার হাত ধরা বন্ধ করবেন ঐশ্বর্য’, কেউ লেখেন, ‘সম্ভবত আরাধ্যার হাঁটাচলার জন্য যথেষ্ট নয় বিমানবন্দরের রাস্তা ।’
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
‘আর কত বড় হলে আরাধ্যার হাতটা ছাড়বেন?’ সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ট্রোলড ঐশ্বর্য
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement