Home /News /entertainment /
কেন 'জোশ' করতে রাজি হয়েছিলেন ঐশ্বর্য? সত্যিটা স্বীকার করলেন বহুবছর বাদে

কেন 'জোশ' করতে রাজি হয়েছিলেন ঐশ্বর্য? সত্যিটা স্বীকার করলেন বহুবছর বাদে

File image

File image

 • Share this:

  #মুম্বই: ২০০০ সালের ছবি 'জোশ'! শাহরুখ খানের বোন হয়েছিলেন ঐশ্বর্য রাই বচ্চন। তাঁর নায়ক ছিলেন চন্দ্রচূড় সিং। সেইসময়ে অনেকেই প্রশ্ন তুলেছিলেন, এরকম কাস্টিংয়ের ছবি করতে কেন রাজি হলেন বিশ্বসুন্দরী? কারণ, তিনি তখন জনপ্রিয়তার শীর্ষে , তাঁর বিপরীতে চন্দ্রচূড় নিতান্তই বেমানান!

  Poster of Josh Poster of Josh

  তখন সেই প্রশ্নর উত্তর দিতে পারেননি 'পারো'! অনেক পরে সত্যিটা স্বীকার করেছিলেন! জানিয়েছিলেন,

  শুধুমাত্র সলমন খানের জন্যই ছবিটা করতে রাজি হয়েছিলাম। প্রথমে ঠিক ছিল, আমার বিপরীতে থাকবে সলমন। কিন্তু পরে, নানান কারণে, সলমন প্রজেক্টে থাকে না! ওর জায়গায় আসে চন্দ্রচূড় সিং। কিন্তু ততদিনে ছবির প্রি-প্রোডাকশনের কাজ অনেকদূর এগিয়ে গিয়েছিল। তাই, প্রফেশনালিজমের জায়গা থেকে ছবিটা করেছিলাম।

  সঞ্জয় লীলা ভনসালীর ১৯৯৯-এর ছবি 'হাম দিল দে চুকে সনম'-এর শুটিং চলাকালীন প্রেম জমে ওঠে ঐশ্বর্য আর সলমনের মধ্যে। 'যোশ'-এর সময়ে দু'জনের প্রেম তুঙ্গে! আর সেই কারণেই, শাহরুখ খানের বোন হতেও পিছ পা হননি সুন্দরী! কারণ শুধু  একটাই ...সলমন!

  কিন্তু হায়! সেটাই হল না! তবে চন্দ্রচূড়কেও নেহাত মন্দ লাগেনি ছবিটায়! বক্সঅফিসেও ভালই ফল দিয়েছিল 'যোশ'!

  আরও পড়ুন-পোশাকের দাম উঠল আড়াই কোটি, কে কিনল অক্ষয়ের ইউনিফর্ম !

  First published:

  Tags: Aishwarya Rai Bachchan, Reasons behind Aishwarya signed Josh, Salman Khan

  পরবর্তী খবর