Ileana D'Cruz: দ্বিতীয়বার মা হলেন ইলিয়ানা ডি'ক্রুজ, কোল আলো করে কে এল? ছেলে না মেয়ে! ভাইরাল হল প্রথম ছবি

Last Updated:

Ileana D'Cruz: টিনসেল টাউনে বিরাট খুশির খবর৷ বলিউড অভিনেত্রী ইলিয়ানা ডি'ক্রুজ দ্বিতীয়বারের মতো মা হয়েছেন। দ্বিতীয়বার মা হওয়ার খুশির খবর সকলের সঙ্গে শেয়ার করেছেন অভিনেত্রী৷ অনুরাগীরা শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন অভিনেত্রীকে৷

News18
News18
মুম্বই: টিনসেল টাউনে বিরাট খুশির খবর৷ বলিউড অভিনেত্রী ইলিয়ানা ডি’ক্রুজ দ্বিতীয়বারের মতো মা হয়েছেন। দ্বিতীয়বার মা হওয়ার খুশির খবর সকলের সঙ্গে শেয়ার করেছেন অভিনেত্রী৷ অনুরাগীরা শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন অভিনেত্রীকে৷
ইলিয়ানা এবং তার স্বামী মাইকেল ডোলান তাদের সন্তানের জন্মে আনন্দে আত্মহারা৷ সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রী তার সন্তানের এক ঝলক ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন। ছেলে হল না মেয়ে! সেখানেও রাখঢাক না করে অভিনেত্রী জানিয়েছেন পুত্র সন্তানের মা হয়েছেন তিনি তিনি পুত্রের নামও প্রকাশ করেছেন। ১৯ জুন ২০২৫ তারিখে ইলিয়ানা পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। ইলিয়ানা ইন্সটাতে তার ছেলের একটি ছবি পোস্ট করেছেন এবং প্রসবের তারিখও প্রকাশ করেছেন।
advertisement
advertisement
ইলিয়ানা ডি’ক্রুজ তার দ্বিতীয় ছেলের নাম রেখেছেন ‘কিয়ানু রাফে ডোলান’। কিয়ানুর ছবিতে লেখা আছে, ‘কিয়ানু রাফে দোলানের সঙ্গে পরিচয়। জন্ম ১৯ জুন ২০২৫।’ এই পোস্টের ক্যাপশনে লেখা ছিল, ‘আমাদের হৃদয় আনন্দে ভরে গেছে।’ ক্যাপশনে তিনি একটি হৃদয় এবং দুষ্ট চোখের ইমোজিও অন্তর্ভুক্ত করেছেন।
advertisement
অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া তাকে অভিনন্দন জানিয়েছেন। প্রিয়াঙ্কা চোপড়া তার পোস্টে প্রথম মন্তব্য করে বলেন,’সুন্দর অভিনন্দন’ । ইলিয়ানা ২০২৪ সালের অক্টোবরে তার দ্বিতীয় গর্ভধারণের বিষয়টি নিশ্চিত করেন। তিনি তার প্রথম সন্তান কোয়া ফিনিক্স ডোলানের প্রথম জন্মদিনে এই খবরটি নিশ্চিত করেন। কোয়ার জন্ম ২০২৩ সালের ১ অগাস্ট। ইলিয়ানা তার দ্বিতীয় গর্ভধারণের বিষয়ে গোপনীয়তা বজায় রেখেছিলেন। চলতি বছরের মে মাসে ইলিয়ানা ভক্তদের জন্য ‘আস্ক মি এনিথিং’ সেশনের আয়োজন করেন।
advertisement
আরও পড়ুন-নৈহাটিতে হাজির প্রসেনজিৎ-শ্রাবন্তী, পুজো দিলেন বড়মার মন্দিরে, তারপরই ঘটে গেল…
এই অধিবেশনে, ইলিয়ানা ডি’ক্রুজ সন্তান লালন-পালন সম্পর্কে কথা বলেন। তিনি বলেন, ‘মানুষকে, বিশেষ করে শিশুদের, শেখানো উচিত যে নিষ্ঠুর, দুষ্ট, নির্মম বা স্বার্থপর হওয়া ভাল গুণ নয়… ভালবাসা অর্জন করতে হয়, যেমন সম্মান এবং সুখ। ‘ইলিয়ানা এবং মাইকেল ডোলান ২০২৩ সালে একটি ব্যক্তিগত অনুষ্ঠানে বিয়ে করেছিলেন। ।
বাংলা খবর/ খবর/বিনোদন/
Ileana D'Cruz: দ্বিতীয়বার মা হলেন ইলিয়ানা ডি'ক্রুজ, কোল আলো করে কে এল? ছেলে না মেয়ে! ভাইরাল হল প্রথম ছবি
Next Article
advertisement
October Horoscope 2025: রাশিফল অক্টোবর ২০২৫: দেখে নিন এই মাস নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল অক্টোবর ২০২৫: দেখে নিন এই মাস নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
  • রাশিফল অক্টোবর ২০২৫

  • দেখে নিন এই মাস কেমন যাবে আপনার ?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement