দু'একদিনে বাড়ি ফিরব, হাসপাতাল থেকেই বার্তা সঞ্জয় দত্তর
- Published by:Arka Deb
- news18 bangla
Last Updated:
আপাতত নন কোভিড ওয়ার্ডে আপাতত ভর্তি সঞ্জয়।
#মুম্বই: শনিবার বিকেলে সুস্থ হয়ে বাড়ি ফিরেছিলেন অভিষেক বচ্চন। কয়েক ঘণ্টার ব্যবধানে অসুস্থ হয়ে পড়লেন সঞ্জয় দত্ত। শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে শনিবার বিকেলে লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। তবে সঞ্জয়ের প্রাথমিক অ্যন্টিজেন টেস্ট নেগেটিভ এসেছে। অক্সিজেন লেভেল কমে যাওয়ায় এই সমস্যা দেখা দিয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। আপাতত নন কোভিড ওয়ার্ডে আপাতত ভর্তি সঞ্জয়।
নিজের শারীরিক পরিস্থিতির কথা জানান দিয়ে এদিন ট্যুইট করেছেন ৬১ বছর বয়সি সঞ্জয়। এদিন তিনি লেখেন, "আমি সকলকে জানাতে চাই, আমি ভালো আছি। চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছি। আমার কোভিড রিপোর্ট নেগেটিভ এসেছে।"
Just wanted to assure everyone that I’m doing well. I’m currently under medical observation & my COVID-19 report is negative. With the help & care of the doctors, nurses & staff at Lilavati hospital, I should be home in a day or two. Thank you for your well wishes & blessings 🙏
— Sanjay Dutt (@duttsanjay) August 8, 2020
advertisement
advertisement
পাশাপাশি তিনি যোগ করেন, "নানাবতী হাসপাতালের চিকিৎসক, নার্স ও সাস্থ্যকর্মীদের সেবাযত্নে আমি এক দু'দিনেই ভাল হয়ে বাড়ি ফিরব।" সকল শুভাকাঙ্খীকে ধন্যবাদও জ্ঞাপন করেন তিনি।
Actor Sanjay Dutt (in file pic) admitted to Lilavati hospital in Mumbai after he complained of breathlessness. His COVID-19 report is negative but he is still there for some time just for medical observation. He is perfectly fine: Lilavati hospital, Mumbai, Maharashtra pic.twitter.com/YTWomFsFtX
— ANI (@ANI) August 8, 2020
advertisement
সদ্য ৬১ তে পা দিয়েছেন সঞ্জয় দত্ত। সম্প্রতি তাঁর জন্মদিন গিয়েছে। ২৯ জুলাই জন্মদিন ঘরোয়া ভাবেই পালিত হয়। শনিবার বিকেলে হঠাৎ করেই তিনি শ্বাসকষ্ট অনুভব করতে থাকেন, অক্সিজেনের মাত্রা কমতে থাকায় পরিবারের তরফে তাঁকে হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালের তরফ থেকেও জানানো হয়েছে আপাতত অভিনেতার অবস্থা স্থিতিশীল।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 09, 2020 12:37 AM IST

