শহরে এলেন নতুন 'বব বিশ্বাস' অভিষেক বচ্চন
- Published by:Ananya Chakraborty
Last Updated:
২৪ তারিখ থেকে শুরু হবে ছবির শ্যুটিং
#কলকাতা: শহরে এলেন অভিষেক বচ্চন। বব বিশ্বাস ছবির শ্যুটিং-এর জন্যই এদিন কলকাতা পৌঁছলেন বিগ বি তনয়। এই ছবিতে বব বিশ্বাসের ভূমিকায় অভিনয় করবেন তিনি। ২৪ তারিখ থেকে শুরু হবে ছবির শ্যুটিং। কলকাতায় মোট ৪২ দিনের শ্যুটিং হওয়ার কথা ।
বৃহস্পতিবার, দক্ষিণ কলকাতায় শুরু হবে প্রথম দফার শ্যুটিং। এই ছবির মাধ্যমেই পরিচালনায় পা রাখছেন সুজয় ঘোষের কন্যা দিয়া অন্নপূর্ণা ঘোষ। প্রযোজনার দায়িত্বে শাহরুখের রেড চিলিজ। কাহানির প্রিকোয়েল বলা যেতে পারে বব বিশ্বাস কে।
advertisement
'নমস্কার, এক মিনিট' শুধু এই সংলাপেই বাজিমাত করেছিলেন অরিজিনাল বব বিশ্বাস শাশ্বত চট্টোপাধ্যায় । তাই বব বিশ্বাস ছবিতে নাম ভূমিকায় অভিষেক বচ্চন জানার পর থেকেই উত্তাল হয়েছিল সোশাল মিডিয়া। সূত্র অনুযায়ী ডেট সমস্যার কারণে প্রাথমিক কথা বার্তার পরেও অপুদার অভিনয় করার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। কেন অভিনয় করছেন না সে ব্যাপারে শাশ্বত চট্টোপাধ্যায় কিছু না জানালেও টিম বব বিশ্বাসকে অভিনন্দন জানিয়েছেন তিনি।
advertisement
DEBAPRIYA DUTTA MAJUMDAR
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 22, 2020 11:40 PM IST