#মুম্বই: আজ তাঁর জন্মদিন ৷ বলিউডের এক নম্বর নায়িকার জায়গা যিনি পাকাপাকিভাবে নিজের দখলে রেখেছেন সেই দীপিকা পাড়ুকোন আজ পড়লেন ৩৪ বছরে ৷ স্বাভাবিকভাবেই প্রিয় নায়িকার জন্মদিনে উচ্ছ্বসিত তাঁর ফ্যানেরা ৷ এমনিতেই দীপিকা প্রায় সমস্ত সিনেপ্রেমীদের কাছেই পছন্দের নায়িকা ৷ তাঁর অভিনয়, ফ্যাশনসেন্সের পাশাপাশি তাঁর কথা, ব্যবহার, তাঁর অনুভূতি...সবটাই ভক্তের কাছে খুব প্রিয় ৷ তাই নায়িকা যেখানেই যান তাঁকে ঘিরে ধরে ফেলেন ফ্যানরা ৷ তার উপর আজ স্পেশ্যাল দিন ৷ তাই দীপসকে নিয়ে অতিরিক্ত উত্তেজনা তো থাকবেই ৷ আগামী ১০ জানুয়ারি মুক্তি পেতে চলেছে দীপিকার ‘ছপক’ ৷ বিয়ের পর এই প্রথম আবার বড় পর্দায় দেখা যাবে দীপিকাকে ৷ তাছাড়া এই ছবি তাঁর প্রযোজনা সংস্থার প্রথম ছবি ৷ তাই অ্যাসিড অ্যাটাক সারভাইভাল লক্ষ্মী আগরওয়ালের জীবন নির্ভর এই ছবি দীপিকার কাছেও খুবই গুরুত্বপূর্ণ ৷ সে কারণেই ‘ছপক’-এর মুক্তির আগে লখনঔয়ে অ্যাসিড অ্যাটাক সারভাইভালদের পরিচালিত ক্যাফেতে গিয়েছিলেন দীপিকা ৷ বিমানবন্দরে নামতেই স্বাভাবিকভাবেই ছেকে ধরলেন ফ্যানরা ৷ একজন হাদির হলেন গোটা একটা বার্থ ডে কেক নিয়ে ৷ সেখানে দাঁড়িয়েই কেক কাটলেন দীপস ৷ রণবীরকে খাইয়ে দিলেন, খাইয়ে দিলেন তাঁর ভক্তকেও ৷ নিজেও খেলেন অল্প একটু ৷ দেখুন সেই ভিডিও--
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Birthday Cake, Deepika padukone