বাংলার প্রেক্ষাগৃহে বাংলা সিনেমা বাধ্যতামূলক... নির্দেশিকার পরেই মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে ট্যুইট করলেন অভিনেতা-সাংসদ দেব
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
বুধবার এক নির্দেশিকায় বলা হয়েছে বছরের প্রতিদিন সিনেমা হলে অন্তত একটা বাংলা ছবির শো চালাতে হবে কর্তৃপক্ষকে।
কলকাতা: বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য এবার বড় উদ্যোগ নিল রাজ্য সরকার। বুধবার এক নির্দেশিকায় বলা হয়েছে বছরের প্রতিদিন সিনেমা হলে অন্তত একটা বাংলা ছবির শো চালাতে হবে কর্তৃপক্ষকে। এই মর্মে রাজ্যের তথ্য ও সংস্কৃতি দফতরের তরফে নির্দেশিকা জারি করা হয়েছে। রাজ্যের এই সিদ্ধান্তের পরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়ে ট্যুইট করলেন অভিনেতা-সাংসদ দেব।
তিনি লেখেন, No Screen Sharing এর বিরুদ্ধে আমাদের এই লড়াইয়ে সাহায্যের জন্য ও বাংলা Cinema কে বাঁচিয়ে রাখার জন্য আমাদের Hon’ble Chief Minister @MamataOfficial
কে আমি আন্তরিক ভাবে কৃতজ্ঞ। ধন্যবাদ দিদি, আমার কথা সোনার জন্য ও আমার কথা রাখার জন্য! আপনার এই অবদান বাংলা সিনেমাকে এক নতুন জায়গায় পৌঁছে নিয়ে যেতে পারবে।
advertisement
advertisement
No Screen Sharing এর বিরুদ্ধে আমাদের এই লড়াইয়ে সাহায্যের জন্য ও বাংলা Cinema কে বাঁচিয়ে রাখার জন্য আমাদের Hon’ble Chief Minister @MamataOfficial কে আমি আন্তরিক ভাবে কৃতজ্ঞ। ধন্যবাদ দিদি, আমার কথা সোনার জন্য ও আমার কথা রাখার জন্য!
আপনার এই অবদান বাংলা সিনেমা কে এক নতুন… pic.twitter.com/SgdJCac1gJ— Dev (@idevadhikari) August 13, 2025
advertisement
(বানান অপরিবর্তিত)
প্রতিটি সিনেমা হলে বাংলা সিনেমা প্রদর্শনীর সংখ্যা বাড়াল সরকার। আগে প্রাইমটাইম ছিল বেলা ১২টা থেকে রাত ৯ টা পর্যন্ত। এই সময় কমিয়ে দুপুর ৩টে থেকে রাত ৯ টা পর্যন্ত করা হল। আগে নিয়ম ছিল ১২০ স্ক্রিন পাবে বাংলা সিনেমা। এই সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩৬৫।
হিন্দি ছবির শো পাওয়ার দরুণ প্রাইম টাইম থেকে বাংলা সিনেমার শো সরিয়ে দেওয়ার ঘটনা নতুন নয়। বাংলায় দাঁড়িয়ে বাংলা ছবির হল না পাওয়াটা দুর্ভাগ্য়েরই বটে। এই নিয়ে মন্ত্রী অরূপ বিশ্বাসের সঙ্গে এক বৈঠকে বসেছিলেন টলিপাড়ার প্রযোজক, পরিচালক ও অভিনেতার।তারপরেই বাংলা ছবি বাঁচানোর জন্য এই বিরাট পদক্ষেপ।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
August 14, 2025 12:11 AM IST