বাংলার প্রেক্ষাগৃহে বাংলা সিনেমা বাধ্যতামূলক... নির্দেশিকার পরেই মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে ট্যুইট করলেন অভিনেতা-সাংসদ দেব

Last Updated:

বুধবার এক নির্দেশিকায় বলা হয়েছে বছরের প্রতিদিন সিনেমা হলে অন্তত একটা বাংলা ছবির শো চালাতে হবে কর্তৃপক্ষকে।

News18
News18
কলকাতা: বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য এবার বড় উদ্যোগ নিল রাজ্য সরকার। বুধবার এক নির্দেশিকায় বলা হয়েছে বছরের প্রতিদিন সিনেমা হলে অন্তত একটা বাংলা ছবির শো চালাতে হবে কর্তৃপক্ষকে। এই মর্মে রাজ্যের তথ্য ও সংস্কৃতি দফতরের তরফে নির্দেশিকা জারি করা হয়েছে। রাজ্যের এই সিদ্ধান্তের পরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়ে ট্যুইট করলেন অভিনেতা-সাংসদ দেব।
তিনি লেখেন, No Screen Sharing এর বিরুদ্ধে আমাদের এই লড়াইয়ে সাহায্যের জন্য ও বাংলা Cinema কে বাঁচিয়ে রাখার জন্য আমাদের Hon’ble Chief Minister @MamataOfficial
কে আমি আন্তরিক ভাবে কৃতজ্ঞ। ধন্যবাদ দিদি, আমার কথা সোনার জন্য ও আমার কথা রাখার জন্য! আপনার এই অবদান বাংলা সিনেমাকে এক নতুন জায়গায় পৌঁছে নিয়ে যেতে পারবে।
advertisement
advertisement
advertisement
(বানান অপরিবর্তিত)
প্রতিটি সিনেমা হলে বাংলা সিনেমা‌ প্রদর্শনীর সংখ্যা বাড়াল সরকার। আগে প্রাইমটাইম ছিল বেলা ১২টা থেকে রাত ৯ টা পর্যন্ত। এই সময় কমিয়ে দুপুর ৩টে থেকে রাত ৯ টা পর্যন্ত করা হল। আগে নিয়ম ছিল ১২০ স্ক্রিন পাবে বাংলা সিনেমা। এই সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩৬৫।‌
হিন্দি ছবির শো পাওয়ার দরুণ প্রাইম টাইম থেকে বাংলা সিনেমার শো সরিয়ে দেওয়ার ঘটনা নতুন নয়। বাংলায় দাঁড়িয়ে বাংলা ছবির হল না পাওয়াটা দুর্ভাগ্য়েরই বটে। এই নিয়ে মন্ত্রী অরূপ বিশ্বাসের সঙ্গে এক বৈঠকে বসেছিলেন টলিপাড়ার প্রযোজক, পরিচালক ও অভিনেতার।তারপরেই বাংলা ছবি বাঁচানোর জন্য এই বিরাট পদক্ষেপ।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
বাংলার প্রেক্ষাগৃহে বাংলা সিনেমা বাধ্যতামূলক... নির্দেশিকার পরেই মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে ট্যুইট করলেন অভিনেতা-সাংসদ দেব
Next Article
advertisement
বিহারে বিরোধীদের মুখ্যমন্ত্রী মুখ কে...? নাম ঘোষণা করে দিলেন গেহলট! কে তিনি জানেন? চাপে পড়ে গেল বিজেপি-নীতীশ!
তেজস্বী যাদবই হলেন বিহারে মহাজোটের মুখ্যমন্ত্রী মুখ! উপ মুখ্যমন্ত্রী পদে দুই মুখ কারা?
  • কে হবেন বিহারে মহাজোটের মুখ্যমন্ত্রী মুখ? বড় ঘোষণা করে দিলেন অশোক গেহলট। বিহার নির্বাচনে ইন্ডিয়া জোটের মুখ্যমন্ত্রী মুখ তেজস্বী যাদবই। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে লালুপুত্রের নাম ঘোষণা করল বিরোধী জোট

VIEW MORE
advertisement
advertisement