Bharat Movie Review: গল্প গল্পের মতো এগোল, সলমনও রইলেন নিজের মতো ! ডুবল ‘ভারত’

Last Updated:
#মুম্বই: প্রথমেই জানিয়ে রাখি, আপনার যদি সুযোগ থাকে তাহলে কোরিয়ান ছবি ‘ওডে টু মাই ফাদার’ ঝটপট দেখে ফেলুন, তাহলে অন্তত সলমন খানের ইদ রিলিজ ‘ভারত’কে চট করতে ভুলে যেতে পারবেন ! ওপরের প্রত্যেকটি লাইনের জন্য সলমন খানের ফ্যানেদের কাছে ক্ষমা প্রার্থী ৷ সত্যি বলতে কি, এই ছবি দেখতে বসে সলমনের ‘ফ্যান’দের কথাই সবচেয়ে বেশি মনে পড়ে ৷ আর মাথায় হিসেব চলতে থাকে, বলিউডে এই খান কীভাবে একের পর এক ছবিতে শুধুমাত্র ফ্যানদেরকে সঙ্গী করেই বক্স অফিস হিট দিয়ে চলেছেন, কারণ, ‘সুলতান’ ছাড়া সলমনের গত কয়েকটি ছবি ফ্যানেরাই কিছুটা উতরে দিয়েছেন ৷ হয়তো ভারতের ক্ষেত্রেও সেটাই ঘটবে ৷
ঝট করে গল্পটা একটু ছুঁয়ে দেওয়া যাক ৷ ‘ভারত’ ছবির গল্প এক লাইনেই শেষ হয়ে যায় ৷ বাবার আদেশ, চুপচাপ পালন করছে বাধ্য ছেলে ! আদেশটা কী? বাবার অবর্তমানে ভাই ও মা-কে রক্ষা করা ৷ আর এই আদেশ পালন করা নিয়েই গোটা গল্প এগিয়ে চলে ‘ভারত’- যার মধ্যে ঢুকে পড়ে আরবের তেল খনির সমস্যা, সার্কাসের এক স্টান্টম্যানের গল্প ৷ সঙ্গে প্রেক্ষাপটে ভারত-পাকিস্তান৷ অবশ্য ছবিটা শুরু হয়, দেশভাগ থেকেই ৷
advertisement
‘ভারত’ ছবিতে সলমনকে দেখানো হয়েছে ৩০ থেকে ৭০ বছর বয়সীর চরিত্রে ৷ গোটা বয়সের গ্যাপটাই ধরা হয়েছে ছবিতে নানা ভাবে ৷ ছবির সময়কাল ১৯৪৭ থেকে ২০১০ ৷ এরই মাঝে সলমন স্টান্ট করেছেন, গান করেছেন, নাচ করেছেন, হ্যাঁ প্রেমও করেছেন ৷ তবে বাবার আদেশের জন্য বিয়েটা কিন্তু করেননি ৷
advertisement
‘ভারত’ ছবিতে সলমন, সলমনের মতোই ৷ আলাদা করে দাগ কাটতে পারেননি ভারত চরিত্রে ৷ তবে ক্যাটরিনা কিন্তু নজর কেড়েছেন ৷ ভারত ছবির সবচেয়ে মনে রাখার উপাদানই হল ক্যাটরিনা কাইফ ৷ তবে তিনিও ছবিতে রয়েছে খুব অল্প সময়ের জন্য ৷
advertisement
‘ভারত’ এমন এক ছবি, যা কিনা টাইমপাস গোত্রেরও নয়, বরং ছবি দেখতে বসে বহু সময়ই আপনি বিরক্ত হবে ৷ কারণ, এই ছবিতে সলমন আছেন, কিন্তু গল্পটাই যেন গায়েব !
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Bharat Movie Review: গল্প গল্পের মতো এগোল, সলমনও রইলেন নিজের মতো ! ডুবল ‘ভারত’
Next Article
advertisement
West Bengal Weather Update: উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
  • উইকেন্ডে কি ফের হাওয়া বদল ?

  • রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement