কাজ নেই ! ফেসবুক লাইভে আত্মহত্যার চেষ্টা টলি অভিনেতার ! দেখুন ভাইরাল ভিডিও

Last Updated:

কিন্তু গত এক বছরের বেশি সময় ধরে তাঁর হাতে কাজ নেই। কোনও চ্যানেল, বা প্রযোজক তাঁকে ডাকেননি অভিনয়ের জন্য।

#কলকাতা: লকডাউনে বন্ধ সিরিয়াল। কাজ নেই হাতে। বন্ধ শ্যুটিং। সংসার চলবে কি করে ! ধীরে ধীরে গ্রাস করতে শুরু করে মানসিক অবসাদ। ৩১ বছরের অভিনেতা শুভ চক্রবর্তীকে। বুধবার ফেসবুক লাইভে এসে আত্মহত্যা করার চেষ্টা করেন তিনি। লাইভে লেখেন 'আই কুইট'। তারপর একের পর এক ঘুমের ওষুধ খেতে থাকেন লাইভের মধ্যেই। অভিনেতা বলেন, " আমি বাঁচতে চাই না। আমি সব ওষুধ খেয়ে নিচ্ছি।" '‘মঙ্গলচণ্ডী’, ‘মনসা’-র মতো একাধিক বাংলা ধারাবাহিকে কাজ করেছেন শুভ।
কিন্তু গত এক বছরের বেশি সময় ধরে তাঁর হাতে কাজ নেই। কোনও চ্যানেল, বা প্রযোজক তাঁকে ডাকেননি অভিনয়ের জন্য। গত বছর কোভিডে বাবাকে হারিয়েছেন শুভ। তারপর বাবার পেনশনের টাকাতেই বিধবা মাকে সংসার চলে তাঁর। জীবনে ছেলে আর কিছু করতে পারবে না ভেবে কষ্ট পান মাও। শেষ পর্যন্ত অবসাদ এতটাই ঘিরে ধরে যে সুইসাইড করতে চান তিনি।
advertisement
advertisement
ফেসবুক লাইভে এসে শুভ গিটার বাজিয়ে গান গায়। বলেন, " আমার জীবনে কিছুই করার নেই। কেউ আমাকে অভিনয়ের জন্য ডাকে না। পুলিশ ফাইলে কাজ করেছি কয়েক দিন আগে। কিন্তু তা দিয়ে যাতায়াতের টাকাও হয় না। কিন্তু লোকে যে বলতো আমি খুব ভালো অভিনয় করি, তাহলে কেন কাজ পাই না। তাহলে হয়ত অভিনয়টাও জানি না। এভাবে বেঁচে থেকে কি লাভ। এই কারণেই বোধ হয় সুশান্তের মতো ছেলেরা সুইসাইড করে। " এসবের মাঝেই একের পর ওষুধ খেতে থাকেন। এবং বলেন কেন তিনি ঘুমের ওষুধ খেয়ে মরতে চান তার কারণ। সব শেষে 'ও জীবন ছাইরা যাস না মোরে' গান ধরেন তিনি।
advertisement
এই সময় তাঁর ফ্রেন্ড লিস্টের একজন এই ভিডিও দেখতে পেয়ে থানায় খবর দেন। এরপর সঙ্গে সঙ্গে তৎপর হয় পুলিশ। ফেসবুক থেকে ঠিকানা বার করে শুভর বাড়ি পৌঁছে, তাঁকে বাঁচাতে পেরেছে পুলিশ। ওদিকে বাড়িতে শুভর এক দিদিও রয়েছে তা জানা যায়। ঘরে থাকা সত্ত্বেও তাঁরা কিছুই টের পাননি।
বাংলা খবর/ খবর/বিনোদন/
কাজ নেই ! ফেসবুক লাইভে আত্মহত্যার চেষ্টা টলি অভিনেতার ! দেখুন ভাইরাল ভিডিও
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement