Bengali Serial TRP: TRP-তে বড় ধাক্কা! ফুলকির খেলা কি এবার শেষ? কার মাথায় উঠল 'সেরার সেরা'-র মুকুট? জানলে চমকে যাবেন
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Bengali Serial TRP: বাংলা ধারাবাহিকে একের পর এক পরিবর্তন হয়েই চলেছে৷ এবার টিআরপি তালিকা দেখলে খানিকটা চমকে যাবেন আপনিও৷
কলকাতা: লক্ষ্মীবার আসলেই সকলের চোখ থাকে টিআরপি তালিকায়৷ এবারের টিআরপি লিস্টে নয়া চমক৷ আবারও সিংহাসন হাতছাড়া হল ফুলকির৷ বেঙ্গল টপার হওয়ার দৌঁড়ে জোর টক্কর শুরু হয়েছে জি বাংলা এবং স্টার জলসাতে। একচুলও জমি ছাড়তে নারাজ কেউ কাউকে৷ হাড্ডাহাড্ডি লড়াইয়ে কে এগিয়ে যাবে আর কে পিছিয়ে তা জানতে সকলেই মুখিয়ে রয়েছেন।
বাংলা ধারাবাহিকে একের পর এক পরিবর্তন হয়েই চলেছে৷ এবার টিআরপি তালিকা দেখলে খানিকটা চমকে যাবেন আপনিও৷ ফুলকিকে পিছনে ফেলে এগিয়ে গেছে জগদ্ধাত্রী৷ টক্করে কে সেরা দশে থাকবে আর কে হবে সেরার সেরা, তা জানার জন্য মুখিয়ে রয়েছেন দর্শকরা। একনজরে দেখে নিন চলতি সপ্তাহের সেরা ১০ টিআরপি-র তালিকা।
advertisement
advertisement
পরিণীতা- ৮.০ (প্রথম)
জগদ্ধাত্রী- ৭.৫ (দ্বিতীয়)
ফুলকি- ৭.৩ (তৃতীয়)
গীতা এলএলবি-কোন গোপনে মন ভেসেছে – ৬.৬ (চতুর্থ)
রাঙামতি তীরন্দাজ -৬.৫ (পঞ্চম)
কথা- ৬.৪ (ষষ্ঠ)
উড়ান- ৫.৯ (সপ্তম)
আনন্দী- মিত্তির বাড়ি- ৫.৫ (অষ্টম)
গৃহপ্রবেশ- ৫.২ (নবম)
চিরসখা- ৫.০ (দশম)
advertisement
প্রতি মুহূর্তেই যেন বদলে যাচ্ছে টিআরপি তালিকা।চলতি সপ্তাহের টিআরপি-তে বেশ বড়সড় রদবদল হয়েছে। ৮.০ নম্বর নিয়ে চলতি সপ্তাহে প্রথম স্থানে রয়েছে ধারাবাহিক ‘পরিণীতা’ ৷ ৭.৫ নম্বর নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ধারাবাহিক’জগদ্ধাত্রী’ ৷ ৭.৩ নম্বর পেয়ে তৃতীয় স্থানে রয়েছে ‘ফুলকি’ । ৬.৬ নম্বর নিয়ে চতুর্থ স্থানে রয়েছে ধারাবাহিক ‘কোন গোপনে মন ভেসেছে’ ও ‘গীতা এলএলবি’ ৷ ৬.৫ নম্বর নিয়ে পঞ্চম স্থানে রয়েছে ধারাবাহিক ‘রাঙামতি তীরন্দাজ’ ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 27, 2025 2:47 PM IST