#কলকাতা: শুনতে পাচ্ছেন? আরেকটু জোর লাগান, ডান দিকে কানটা ঝুঁকিয়ে দিন ! ওই যে পাড়ার মোড়ে বিয়ে বাড়িটা কিংবা মোবাইল ঠিক করার দোকানটা, কিংবা পাড়ার রকে কারও হাতের মোবাইলে, নিশ্চয়ই বেজে উঠেছে টুম্পা সোনা ! হুট করে কোথা থেকে এল এক আরআইপি প্রেম ! আর সেই প্রেমের টুম্পা গানে এখন মত্ত গোটা বাংলা ৷ পুজোর প্যান্ডেল থেকে ঠাকুর ভাসান ৷ বিয়ে বাড়ি থেকে বার্থডে পার্টি সব খানেই টুম্পা সোনা !
আরে শুধু কী তাই, ঘরের বন্ধুদের সঙ্গে পার্টিতেও মোবাইল আর ব্লুটুথ স্পিকার এক করে টুম্পা গানে তুফান তুলছেন সাধারণ থেকে সেলিব্রিটি ৷
এই তো সেদিন অভিনেতা অনির্বাণের বৌভাতে দল বেঁধে এই গানে নেচে উঠলেন সৃজিত, রুদ্র, কাঞ্চন মল্লিকের দল ৷ সেই ভিডিও তো দারুণ ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায় ৷ টুম্পা গানের ম্যাজিকই এমন যে একবার এই গান চললে, নিজেকে ধরে রাখা দারুণ কঠিন ! আর সেই তালিকায় এবার নাম লিখিয়ে ফেললেন শ্রীলেখা মিত্র ৷
ইদানিং সোশ্যাল মিডিয়ায় দারুণ অ্যাক্টিভ শ্রীলেখা মিত্র ৷ কখনও জিমের ছবি দিচ্ছেন, কখনও নিজের ফ্যাশন ফিয়েস্তা ৷ কখনও আবার টুক করে নিজের বাড়ির সাজগোজের ছবিও দিয়েছেন ৷
তবে এবার আর কোনও ছবি নয় ৷ এক ঘরোয়া বার্থডে পার্টির ছবি দিলেন শ্রীলেখা৷ যেখানে লাল টিশার্ট আর প্যান্টে তুফান তুললেন টুম্পা গানে ৷
View this post on Instagram
ভিডিও পোস্ট করে শ্রীলেখা লিখেছেন, ‘মেয়ের জন্মদিনে অগ্রিম পার্টি ...’
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Sreelekha Mitra, Viral Video