• Home
 • »
 • News
 • »
 • entertainment
 • »
 • বাহুবলির চাই ৩০ কোটি, তাহলেই অন্য ছবিতে সই !

বাহুবলির চাই ৩০ কোটি, তাহলেই অন্য ছবিতে সই !

বাহুর জোরে আপাতত কুপোকাত বক্স অফিস ৷ ১০ দিনেই হাজার কোটি টাকার ক্লাবে এন্ট্রি নিয়ে ফেলেছে পরিচালক রাজা মৌলির ম্যাগনাম

বাহুর জোরে আপাতত কুপোকাত বক্স অফিস ৷ ১০ দিনেই হাজার কোটি টাকার ক্লাবে এন্ট্রি নিয়ে ফেলেছে পরিচালক রাজা মৌলির ম্যাগনাম

বাহুর জোরে আপাতত কুপোকাত বক্স অফিস ৷ ১০ দিনেই হাজার কোটি টাকার ক্লাবে এন্ট্রি নিয়ে ফেলেছে পরিচালক রাজা মৌলির ম্যাগনাম

 • Share this:

  #চেন্নাই: বাহুর জোরে আপাতত কুপোকাত বক্স অফিস ৷ ১০ দিনেই হাজার কোটি টাকার ক্লাবে এন্ট্রি নিয়ে ফেলেছে পরিচালক রাজা মৌলির ম্যাগনাম ওপাস বাহুবলি ২ ৷ আর এই ছবির পরেই ফিল্ম দুনিয়ার রাজা আপাতত বাহুবলি ওরফে প্রভাস ৷

  নতুন খবর অনুযায়ী, বাহুবলির সাফল্যের পর প্রভাস নাকি এক লাফে বাড়িয়ে দিয়েছেন নিজের পারিশ্রমিক ৷ যেখানে বাহুবলি ২-তে অভিনয়ের জন্য প্রভাস নিয়েছিলেন ২৫ কোটি টাকা, সেখানে প্রভাস নতুন ছবিতে সাইন করলেই চাইছেন ৩০ কোটি ৷

  বাহুবলির পরে ‘শাহো’ ছবি নিয়েই ব্যস্ত প্রভাস ৷ ছবিটির ট্রেলার মুক্তি পেয়েছে ইতিমধ্যেই ৷ তবে ছবিটি মুক্তি পাবে ২০১৮ সালে ৷

  First published: