B Praak: দ্বিতীয় সন্তানকে হারালেন বলিউড গায়ক, সোশ্যাল মিডিয়ায় দুঃসংবাদ
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
২০১৯ সালের ৪ এপ্রিল বিয়ে করেন বি প্রাক এবং মীরা। পরের বছর প্রথম সন্তানের জন্ম দেন তাঁরা। গত এপ্রিল মাসে দ্বিতীয় সন্তানের আগমনের সুখবর দিয়েছিলেন বি প্রাক।
'কেসরি' ছবির বিখ্যাত ছবি 'তেরি মিট্টি' গান গেয়ে জনপ্রিয়তা অর্জন করেছিলেন। সেই বি প্রাক নিজের দ্বিতীয় সন্তানকে হারালেন। ইনস্টাগ্রামে সেই তথ্য দিলেন হৃদয় বিদারক পোস্টে।
গায়ক বি প্রাক এবং তাঁর স্ত্রী মীরা ২০২০ সালে প্রথম সন্তানের জন্ম দিয়েছিলেন। কিন্তু সম্প্রতি দ্বিতীয় সন্তানের জন্ম দিতে গিয়ে বাঁচাতে পারলেন না একরত্তিকে।
advertisement
advertisement
বি প্রাক ইনস্টাগ্রামে লিখলেন, 'দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমাদের সদ্যোজাত সন্তান জন্মের সময়ই আমাদের ছেড়ে চলে গিয়েছে। অভিভাবক হিসেবে প্রচণ্ড কঠিন সময় এবং যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছি আমরা। সব চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের ধন্যবাদ জানাতে চাই তাঁদের অক্লান্ত পরিশ্রমের জন্য। আমরা ভেঙে পড়েছি। তাই সকলকে অনুরোধ জানাচ্ছি, আমাদের ব্যক্তিগত পরিসরে থাকতে দিন। আপনাদের, মীরা এবং বি প্রাক।'
advertisement
গায়কের ইনস্টাগ্রাম পোস্টের তলায় একাধিক তারকা শোকবার্তা জানিয়েছেন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য, বলিউডের প্রযোজক-পরিচালক করণ জোহর, অভিনেত্রী গওহর খান, অভিনেতা আলি গনি ছাড়াও এমি ভির্ক, নীতি মোহন, রাজীব আদাতিয়া প্রমুখ।
advertisement
২০১৯ সালের ৪ এপ্রিল বিয়ে করেন বি প্রাক এবং মীরা। পরের বছর প্রথম সন্তানের জন্ম দেন তাঁরা। গত এপ্রিল মাসে দ্বিতীয় সন্তানের আগমনের সুখবর দিয়েছিলেন বি প্রাক। সঙ্গে মীরার বেবি বাম্পের ছবিও পোস্ট করেছিলেন তিনি। কিন্তু সেই সুখবর আনন্দ নিয়ে এল না।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 16, 2022 1:49 PM IST