Zubeen Garg: খুনই হয়েছেন জুবিন গর্গ! বললেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, ১৭ ডিসেম্বরের মধ্যে জমা পড়ছে চার্জশিট

Last Updated:

এদিন গায়কের মৃত্যু প্রসঙ্গে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বলেন, ‘‘আমি আজ কখনওই জুবিন গর্গের মৃত্যুকে দুর্ঘটনা বলতে পারব না৷’’

News18
News18
গুয়াহাটি: গত ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে খুন হয়েছেন প্রখ্যাত গায়ক জুবিন গর্গ৷ তাঁর মৃত্যুকে কখনওই দুর্ঘটনা বলে এড়িয়ে যাওয়া যায় না৷ সোমবার রীতিমতো ঘোষণা করলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা৷ প্রসঙ্গত, গত ২০ এবং ২১ সেপ্টেম্বর সিঙ্গাপুরে একটি অনুষ্ঠান ছিল৷ তাতেই নর্থ-ইস্ট ইন্ডিয়া ফেস্টিভালের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে গিয়েছিলেন জুবিন৷ অনুষ্ঠানের আগের দিন স্কুবা ডাইভ করতে গিয়েছিলেন তিনি৷ সেখানেই সমুদ্রের গভীর থেকে উঠে আসার সময় অসুস্থ হয়ে পড়েন তিনি৷ পরে দ্রুত সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা৷
এদিন গায়কের মৃত্যু প্রসঙ্গে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বলেন, ‘‘আমি আজ কখনওই জুবিন গর্গের মৃত্যুকে দুর্ঘটনা বলতে পারব না৷ ১৭ ডিসেম্বরের মধ্যে আমাদের জুবিন গর্গের খুনের চার্জশিট জমা দিতে হবে৷ আমি অবশ্য বলেছি, যাতে ৮ ডিসেম্বরের মধ্যেই চার্জশিট জমা দেওয়া হয়৷ আমরা সবদিক থেকে তৈরি৷’’
advertisement
advertisement
পাশাপাশি, অসমের মুখ্যমন্ত্রী জানান, ‘‘যদি বিদেশে কোনও ঘটনা ঘটে, তাহলে চার্জশিট জমা দেওয়ার আগে আমাদের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের সম্মতি নিতে হয়৷ গতকাল আমি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে বিষয়টা জানিয়েছি৷ তাই অনুমতি খুব শীঘ্রই এসে যাবে৷ কিছু দিনের মধ্যেই বিশেষ তদন্তকারী দল, সিট কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে জানাবে৷ ওরা অনুমতি্ পেয়ে গেলেই আমরা ডিসেম্বরের ৮,৯ অথবা ১০ তারিখে চার্জশিট জমা দেব৷’’
advertisement
সিঙ্গাপুর এবং অসম দুই জায়গাতেই জুবিব গর্গের মৃত্যুর তদন্ত চলছে৷ সিআইডি-র একটি বিশেষ দল জুবিনের মৃত্যুর তদন্ত করছে৷ যেখানে অপরাধমূলক ষড়যন্ত্র, অনিচ্ছাকৃত খুনের মামলা এবং অবহেলাজনিত মৃত্যুর মতো অভিযোগ আনা হয়েছে৷ যার সঙ্গে খুনের চার্জও লাগানো হয়েছে৷ এখনও পর্যন্ত এই ঘটনা ৫ জনকে গ্রেফতার করা হয়েছে৷ যার মধ্যে জুবিনের ম্যানেজার, ব্যক্তিগত নিরাপত্তা অফিসার ও মৃত গায়কের তুতো ভাই সন্দীপন গর্গও রয়েছেন৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Zubeen Garg: খুনই হয়েছেন জুবিন গর্গ! বললেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, ১৭ ডিসেম্বরের মধ্যে জমা পড়ছে চার্জশিট
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ৩ – ৯ নভেম্বর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ৩ – ৯ নভেম্বর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ
  • সাপ্তাহিক রাশিফল ৩ – ৯ নভেম্বর, ২০২৫

  • দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement