দার্জিলিং জমজমাট! অঞ্জন দত্তর ‘জন্মদিন’-এর জন্য অর্জুন-অনিন্দিতা-সন্দীপ্তারা চললেন শৈলশহরে

Last Updated:

অঞ্জন দত্তর (Anjan Dutt) জন্মদিন ৷ পালন করতে একঝাঁক তরুণ অভিনেতা অভিনেত্রীরা চললেন দার্জিলিং ৷ অভিনেতা-পরিচালক-সুরকার-সঙ্গীত পরিচালক অঞ্জনের জন্মদিন পালনের জন্য শৈলশহরের থেকে ভাল গন্তব্য আর কী হতে পারে!

কলকাতা : অঞ্জন দত্তর (Anjan Dutt) জন্মদিন ৷ পালন করতে একঝাঁক তরুণ অভিনেতা অভিনেত্রীরা চললেন দার্জিলিং ৷ অভিনেতা-পরিচালক-সুরকার-সঙ্গীত পরিচালক অঞ্জনের জন্মদিন পালনের জন্য শৈলশহরের থেকে ভাল গন্তব্য আর কী হতে পারে! দার্জিলিং যাওয়ার কথা পোস্ট করেছেন তরুণ অভিনেতারা সকলেই ৷
অর্জুন চক্রবর্তী লিখেছেন, ‘‘অঞ্জন দা’র জন্মদিন এবং সেটাও দার্জিলিঙে! এর থেকে ভাল উদযাপন আর হতে পারে না ৷ আপনাদের সঙ্গে খুব দ্রুত দেখা হবে ৷’’ নিমন্ত্রণের জন্য অভিনেত্রী অনিন্দিতা বসুকে ধন্যবাদ জানিয়েছেন সব্যসাচীতনয় ৷ বিশেষ দ্রষ্টব্য হিসেবে অর্জুন জানিয়েছেন তিনি মাস্ক ও স্যানিটাইজার নিতে ভুলছেন না!
advertisement
অভিনেত্রী অনিন্দিতার প্রোফাইলেও গোছগাছের ছবি৷ তিনিও বলেছেন অঞ্জন দত্তের জন্মদিন পালন করতে যাচ্ছেন দার্জিলিঙে৷ আর এক অভিনেত্রী সন্দীপ্তা সেন তো ছবি দিয়েছেন একদম সুটকেস নিয়ে দরজা দিয়ে বার হতে যাচ্ছেন, এরকম ভঙ্গিমায় ৷
advertisement
আসল কথা হল, তাঁরা সকলেই দার্জিলিং যাচ্ছেন শ্যুটিঙে ৷ অঞ্জন দত্তর পরিচলনায় থ্রিলার ছবিতে অভিনয় করছেন তাঁরা ৷ ছবির গল্প অঞ্জনেরই ৷ তাঁর মৌলিক গল্পের সেলুলয়েডরূপে অভিনয় করছেন অর্জুন চক্রবর্তী (Arjun Chakrabarty), অনিন্দিতা বোস (Anindita Bose), রাজদীপ (Rajdeep), সৌরভ (Sourav), সন্দীপ্তা (Sandipta Sen), সুপ্রভাত (Suprabhat)-সহ অন্যান্য অভিনেতারা ৷
advertisement
জানা গিয়েছে, ছবিতে একজন তদন্তকারী সাংবাদিকের ভূমিকায় অভিনয় করবেন অর্জুন। ছবির প্লট  নয়ের দশকের একজন বাঙালি অভিনেতার রহস্যমৃত্যুকে কেন্দ্র করে গড়ে উঠেছে। চরিত্রগুলি বুননে জটিল এবং ডার্ক৷ দার্জিলিং ও অঞ্জন নামদুটি প্রায় সমার্থক ৷ তবে জানা গিয়েছে, শৈলসুন্দরীর দর্শনীয় জায়গাগুলি বদলে গুরুত্ব দেওয়া হবে তার আনাচে কানাচে বিভিন্ন অংশেই ৷
advertisement
ছবির লোকেশন ও কাস্টিং জানা গেলেও এখনও প্রকাশিত হয়নি নাম ৷ কুশীলবদের পোস্ট দেখে গুঞ্জন, তবে কি ছবির নাম ‘জন্মদিন?’
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
দার্জিলিং জমজমাট! অঞ্জন দত্তর ‘জন্মদিন’-এর জন্য অর্জুন-অনিন্দিতা-সন্দীপ্তারা চললেন শৈলশহরে
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement