দার্জিলিং জমজমাট! অঞ্জন দত্তর ‘জন্মদিন’-এর জন্য অর্জুন-অনিন্দিতা-সন্দীপ্তারা চললেন শৈলশহরে

Last Updated:

অঞ্জন দত্তর (Anjan Dutt) জন্মদিন ৷ পালন করতে একঝাঁক তরুণ অভিনেতা অভিনেত্রীরা চললেন দার্জিলিং ৷ অভিনেতা-পরিচালক-সুরকার-সঙ্গীত পরিচালক অঞ্জনের জন্মদিন পালনের জন্য শৈলশহরের থেকে ভাল গন্তব্য আর কী হতে পারে!

কলকাতা : অঞ্জন দত্তর (Anjan Dutt) জন্মদিন ৷ পালন করতে একঝাঁক তরুণ অভিনেতা অভিনেত্রীরা চললেন দার্জিলিং ৷ অভিনেতা-পরিচালক-সুরকার-সঙ্গীত পরিচালক অঞ্জনের জন্মদিন পালনের জন্য শৈলশহরের থেকে ভাল গন্তব্য আর কী হতে পারে! দার্জিলিং যাওয়ার কথা পোস্ট করেছেন তরুণ অভিনেতারা সকলেই ৷
অর্জুন চক্রবর্তী লিখেছেন, ‘‘অঞ্জন দা’র জন্মদিন এবং সেটাও দার্জিলিঙে! এর থেকে ভাল উদযাপন আর হতে পারে না ৷ আপনাদের সঙ্গে খুব দ্রুত দেখা হবে ৷’’ নিমন্ত্রণের জন্য অভিনেত্রী অনিন্দিতা বসুকে ধন্যবাদ জানিয়েছেন সব্যসাচীতনয় ৷ বিশেষ দ্রষ্টব্য হিসেবে অর্জুন জানিয়েছেন তিনি মাস্ক ও স্যানিটাইজার নিতে ভুলছেন না!
advertisement
অভিনেত্রী অনিন্দিতার প্রোফাইলেও গোছগাছের ছবি৷ তিনিও বলেছেন অঞ্জন দত্তের জন্মদিন পালন করতে যাচ্ছেন দার্জিলিঙে৷ আর এক অভিনেত্রী সন্দীপ্তা সেন তো ছবি দিয়েছেন একদম সুটকেস নিয়ে দরজা দিয়ে বার হতে যাচ্ছেন, এরকম ভঙ্গিমায় ৷
advertisement
আসল কথা হল, তাঁরা সকলেই দার্জিলিং যাচ্ছেন শ্যুটিঙে ৷ অঞ্জন দত্তর পরিচলনায় থ্রিলার ছবিতে অভিনয় করছেন তাঁরা ৷ ছবির গল্প অঞ্জনেরই ৷ তাঁর মৌলিক গল্পের সেলুলয়েডরূপে অভিনয় করছেন অর্জুন চক্রবর্তী (Arjun Chakrabarty), অনিন্দিতা বোস (Anindita Bose), রাজদীপ (Rajdeep), সৌরভ (Sourav), সন্দীপ্তা (Sandipta Sen), সুপ্রভাত (Suprabhat)-সহ অন্যান্য অভিনেতারা ৷
advertisement
জানা গিয়েছে, ছবিতে একজন তদন্তকারী সাংবাদিকের ভূমিকায় অভিনয় করবেন অর্জুন। ছবির প্লট  নয়ের দশকের একজন বাঙালি অভিনেতার রহস্যমৃত্যুকে কেন্দ্র করে গড়ে উঠেছে। চরিত্রগুলি বুননে জটিল এবং ডার্ক৷ দার্জিলিং ও অঞ্জন নামদুটি প্রায় সমার্থক ৷ তবে জানা গিয়েছে, শৈলসুন্দরীর দর্শনীয় জায়গাগুলি বদলে গুরুত্ব দেওয়া হবে তার আনাচে কানাচে বিভিন্ন অংশেই ৷
advertisement
ছবির লোকেশন ও কাস্টিং জানা গেলেও এখনও প্রকাশিত হয়নি নাম ৷ কুশীলবদের পোস্ট দেখে গুঞ্জন, তবে কি ছবির নাম ‘জন্মদিন?’
বাংলা খবর/ খবর/বিনোদন/
দার্জিলিং জমজমাট! অঞ্জন দত্তর ‘জন্মদিন’-এর জন্য অর্জুন-অনিন্দিতা-সন্দীপ্তারা চললেন শৈলশহরে
Next Article
advertisement
Ajker Rashifal: রাশিফল ১৪ সেপ্টেম্বর, ২০২৫: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল ১৪ সেপ্টেম্বর, ২০২৫: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ
  • রাশিফল ১৪ সেপ্টেম্বর, ২০২৫

  • দেখে নিন আপনার আজকের দিন কেমন যাবে ?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement