Anupam Kher: অনুপম খের-এর অফিসে দুঃসাহসিক চুরি, ঘটনার ভিডিও শেয়ার করলেন বলিউড অভিনেতা
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
বলিউড অভিনেতা অনুপম খের-এর অফিসে দুঃসাহসিক চুরি। ঘটনার সিসিটিভি ফুটেজ নিজের এক্স হ্যান্ডেলে শেয়ার করলেন অভিনেতা
মুম্বই: বলিউড অভিনেতা অনুপম খের-এর অফিসে দুঃসাহসিক চুরি। ঘটনার সিসিটিভি ফুটেজ নিজের এক্স হ্যান্ডেলে শেয়ার করলেন অভিনেতা। তিনি লেখেন, ” গত রাতে বীর দেশাই রোড-এ আমার অফিসে চুরি হয়। দু’জন চোর অফিসের দরজা ভেঙে ঢোকে। আলমারি ভাঙার চেষ্টা করে, তবে ব্যর্থ হয়। আমাদের সংস্থার প্রযোজিত একটি ছবির সব নেগেটিভ একটি বাক্সে ছিল, সেগুলি চুরি করে নিয়ে যায়। আমার সংস্থার তরফে পুলিশে এফআইআর দায়ের করা হয়েছে। পুলিশ আশ্বস্ত করেছে, শীঘ্রই চোরদের গ্রেফতার করা হবে। সিসিটিভি ক্যামেরায় স্পষ্ট দেখা গিয়েছে, দু’জন চোর একটা ব্যাগে লুঠ করা জিনিস নিয়ে অটোয় চেপে পালাচ্ছে। পুলিশকে সিসিটিভি ফুটেজের ভিডিও দেওয়া হয়েছে।”
advertisement
advertisement
ঘটনায় কেউ আহত হননি। ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে, কীভাবে চোর দরজার লক ভেঙে অফিসে ঢুকছে।
বড় পর্দায় অনুপম খের-কে আগামীতে দেখা যাবে কঙ্গনা রানাওয়াতের ‘এমার্জেন্সি’-তে। পাশাপাশি তিনি ‘তণ্বী দ্য গ্রেট’-এর হাত ধরে ফের পরিচালনায় কামব্যাক করছেন। প্রায় ২০ বছর বাদে পরিচালনায় ফিরছেন অনুপম।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 20, 2024 8:57 PM IST