জমিয়ে প্রেম করছেন অঙ্কুশ-মিমি, ভিডিওতেই রইল প্রমাণ
Last Updated:
#কলকাতা: প্রথমেই বলে রাখিস, উপরের শিরোনামটি কিন্তু একেবারেই ফিল্মি গপ্পো ৷ আসলে অঙ্কুশ আর মিমি জুটি বেঁধেছেন নতুন বাংলা ছবি ‘ভিলেন’-এ ৷ ছবির পরিচালক বাবা যাদব আর এই ছবিতেই চুটিয়ে প্রেম করতে চলেছেন অঙ্কুশ ও মিমি !
সম্প্রতি মুক্তি পেয়েছে এই ছবির একটি ট্রেলার ৷ যেখানে মিমি ও অঙ্কুশের জমজমাট প্রেম নজড়ে পড়েছে ৷ তা প্রেমের ছবির নাম ভিলেন কেন? অঙ্কুশের কথায়, ‘এই ছবিতে আমার চরিত্রে রয়েছে নানারকম শেড ৷ যেখানে দর্শককে কখনও আমার পজেটিভ চরিত্র দেখতে পারবে, কখনও নেগেটিভ ৷ আর সেই কারণেই এই ছবির নাম ভিলেন !’
advertisement
এই ছবির জন্যই নিজের চেহারায় প্রচুর পরিবর্তন এনেছেন অঙ্কুশ ৷ পেশি ফুলিয়ে রীতিমতে তাক লাগিয়েছেন তিনি ৷ অন্যদিকে, অঙ্কুশের সঙ্গে জুটিতে মিমিও কেড়েছেন নজর ৷ ছবিটি মুক্তি পাবে চলতি বছরের পুজোতে !
advertisement
দেখুন সেই গান-
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 13, 2018 9:05 AM IST