ভ্যালেন্টাইন ডে-তে আসছে পরিচালক অনিন্দ্য চট্টোপাধ্যায়ের 'প্রেম-tame' ! দেখুন ট্রেলার

Last Updated:

মিষ্টি প্রেমের গল্প নিয়ে আরও একবার আসছেন অনিন্দ্য।

#কলকাতা: এই বছরটা মহামারীর কারণে সবার জন্যই ছিল ভয়াবহ। ফিল্ম ইন্ডাস্ট্রিরও তথৈবচ অবস্থা। প্রচুর ছবি তৈরি হয়ে পড়ে রয়েছে। যেগুলো রিলিজ করার কথা ভাবতেই পারছেন না প্রযোজক। কারণ দর্শক নেই। কিন্তু এর মধ্যেই কিছু সাহসী প্রযোজক আছেন যারা মনে করেন দ্যা শো মাস্ট গো অন এবং ঠিক সেই কারণেই খুব বড় বাজেটের ছবি না হলেও ছোট বাজাটের ছবি, যে গুলো তৈরি হয়ে গিয়েছে, সেগুলো রিলিজ করছেন তাঁরা।
যেমন ধরা যাক শ্রী ভেঙ্কাটেশ ফিল্মস এর কথা। বড় দিনে 'চিনি'র মতন মিষ্টি ছবি মুক্তির পরে তাঁদের পরের প্রোডাকশন 'প্রেম টেম' নিয়ে আসছেন ভ্যালেনটাইন ডে'তে।  ঝকঝকে তিন নতুন মুখের সঙ্গে যেমন পরিচয় হবে এই ছবিতে ঠিক তেমনি কলেজ প্রেমের দারুণ গল্পের সঙ্গেও পরিচয় হবে ।
advertisement
advertisement
ছবির মুখ্য ভূমিকায় সুস্মিতা, স্বেতা এবং সৌম্য। কলেজের দুই তরুণী এবং এক তরুনের জমাটি ট্রায়াঙ্গল লাভ স্টোরি বলবে এই নতুন ছবি। সামনের বছর ফেব্রুয়ারিতেই আাসবে এই ছবি। ছবির পরিচালক অনিন্দ্য চট্টোপাধ্যায়।ইতিমধ্যেই সামনে এসেছে ছবির ট্রেলার। 'ওপেন টি বিয়োস্কোপ', 'মনোজদের অদ্ভুত বাড়ি', 'প্রজাপতি বিস্কুট'এর মতন ঝকঝকে বেশ কিছু ছবি উপহার দেওয়ার পরে এবারে সেই তরুণ ব্রিগেডের বিষয় নিয়েই মিষ্টি প্রেমের গল্প নিয়ে আরও একবার আসছেন অনিন্দ্য।
advertisement
SREEPARNA DASGUPTA 
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
ভ্যালেন্টাইন ডে-তে আসছে পরিচালক অনিন্দ্য চট্টোপাধ্যায়ের 'প্রেম-tame' ! দেখুন ট্রেলার
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement