Anant Ambani-Radhika Merchant Wedding: রণবীর সিংয়ের দুর্ধর্ষ নাচ থেকে শাহরুখের সঙ্গে জন সিনার ভাইরাল ছবি, রইল অনন্ত-রাধিকার বিয়ের সেরা অবিস্মরণীয় মুহূর্ত

Last Updated:

Anant Ambani-Radhika Merchant Wedding: বরমালা অনুষ্ঠানের সময় অনন্ত-রাধিকার একসঙ্গে প্রথম ছবি সামনে আসে। যেখানে তাঁদের ভালবাসার গভীরতা সুন্দরভাবে ধরা পড়েছে।

অনন্ত-রাধিকার বিয়ের সেরা অবিস্মরণীয় মুহূর্ত
অনন্ত-রাধিকার বিয়ের সেরা অবিস্মরণীয় মুহূর্ত
মুম্বই: ধুমধাম করে জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারের সম্পন্ন হয়ে গেল অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের বিবাহ। গত ১২ জুলাই ট্র্যাডিশনাল বারাত রীতির মাধ্যমে শুরু হয়েছে তাঁদের একসঙ্গে পথ চলা। সেই উদযাপনে সামিল হয়েছিলেন দম্পতির পরিবার এবং বন্ধুরাও। সারা বিশ্বের সেলিব্রিটিরাও যোগ দিয়েছিলেন আনন্দ উদযাপনে। অনন্ত আম্বানির দুর্দান্ত সাফা এবং তারকাদের সঙ্গে আনন্দ নৃত্য – এই সবই ধরা পড়েছে বিয়ের অনুষ্ঠানে। শুধু তা-ই নয়, পুত্রের বিয়ের আনন্দ নৃত্যে সামিল হতে দেখা গিয়েছে নীতা আম্বানিকেও। এভাবেই তৈরি হয়েছে আবেগঘন মুহূর্ত।
এখানেই শেষ নয়, অনন্যা পাণ্ডে এবং শানায়া কাপুরের মতো বি-টাউনের স্টার কিডরাও নাচে মাতিয়ে দিয়েছিলেন। এমনকী আনন্দে নেচে উঠেছিলেন অনন্ত আম্বানিও। এর পাশাপাশি নজর কেড়েছে বরযাত্রীতে প্রিয়াঙ্কা চোপড়া জোনাসের নাচ। তিনিও অনন্ত আম্বানি এবং নিজের স্বামী নিক জোনাসের সঙ্গে নাচ করছিলেন। ডব্লিউডব্লিউই তারকা জন সিনা এবং কার্দাশিয়ান বোনেদের মতো আন্তর্জাতিক তারকাদের উপস্থিতি এই বিয়ের অনুষ্ঠানে এক বিশেষ মাত্রা যোগ করেছেন। বরমালা অনুষ্ঠানের সময় অনন্ত-রাধিকার একসঙ্গে প্রথম ছবি সামনে আসে। যেখানে তাঁদের ভালবাসার গভীরতা সুন্দরভাবে ধরা পড়েছে। দেখে নেওয়া যাক, অনন্ত-রাধিকার বিয়ের অবিস্মরণীয় কিছু মুহূর্ত!
advertisement
advertisement
রণবীর কাপুরকে নিজের বিজনেস কার্ড দিলেন এক অতিথি:
অনন্ত-রাধিকার বিয়েতে এক রহস্যময় অতিথির সঙ্গে আচমকাই সাক্ষাৎ হল রণবীর কাপুরের। সেই অতিথি অভিনেতার সঙ্গে বাক্য বিনিময় করেন। রণবীর যখন কথা বলছিলেন, তখন মন দিয়ে শুনতে দেখা যায় সেই অতিথিকে। আলাপচারিতা সেরে নেওয়ার পরে অতিথি রণবীরকে বিদায় জানান। তাঁদের সাক্ষাতের উপহার হিসেবে রণবীরকে তিনি ধরিয়ে দেন নিজের বিজনেস কার্ড।
advertisement
রণবীর সিং ও প্রিয়াঙ্কা চোপড়ার অবিস্মরণীয় নাচ:
বিয়ের দিনে দুর্ধর্ষ নাচে মঞ্চে যেন আগুন ধরিয়ে দিলেন রণবীর সিং এবং প্রিয়াঙ্কা চোপড়া! জনপ্রিয় গান এবং ঐতিহ্যবাহী ঢোলের বাদ্যে পা মিলিয়েছেন তাঁরা। দেখার মতো এক মুহূর্ত তৈরি হল। ওই অনুষ্ঠানে যোগ দেওয়া খ্যাতনামা ব্যক্তিত্বদের তালিকায় ছিলেন কৃতী শ্যানন, মহেন্দ্র সিং ধোনি, রজনীকান্ত এবং অনিল কাপুর। প্রত্যেকেই এই অনুষ্ঠানে নিজেদের জৌলুষ প্রদর্শন করেছেন। তারকাখচিত এই অনুষ্ঠানে দর্শকদের নজর কেড়ে নিয়েছেন রণবীর সিং এবং প্রিয়াঙ্কা চোপড়া। তাঁদের এনার্জেটিক পারফরম্যান্স যেন মঞ্চে রীতিমতো আগুন ধরিয়ে দিয়েছে!
advertisement
শাহরুখ খান এবং সলমন খানের করণ-অর্জুন নস্টালজিয়া:
নিজেদের আইকনিক ছবি করণ-অর্জুন-এর সেই নস্ট্যালজিয়া যেন ফিরিয়ে আনলেন শাহরুখ এবং সলমন খান! অতীতের সেই ম্যাজিক রিক্রিয়েট করলেন বলিউডের দুই খান সুপারস্টার। ভক্তদের মনে তাজা হল সেই সময়কার ভাল লাগার স্মৃতি।
advertisement
ভারতীয় ঐতিহ্যকে সাদরে বরণ করে নিলেন ফিফা প্রেসিডেন্ট:
ডান্স ফ্লোরে রণবীর সিংয়ের সঙ্গে মিলে মঞ্চে যেন আগুন ধরিয়ে দিলেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফ্যান্টিনো। এপি ধিলোঁর ‘ইনসেন’ গানে রণবীরের সঙ্গে পা মেলালেন তিনি। এরপর দুর্ধর্ষ নাচের সময় জিয়ান্নির হাতে গন্ডাসি তুলে দেন রণবীর। আর গন্ডাসি হাতে নিয়ে জিয়ান্নির আনন্দও ছিল মাত্রাছাড়া। এমন সুন্দর মুহূর্ত তৈরি করে দেওয়ার জন্য রণবীরের প্রতি মুগ্ধ তাঁর ভক্তরাও। মজা করে কেউ কেউ বলেন, “রণবীর সত্যিই যা কিছু করতে পারেন! জিয়ান্নির সঙ্গে নাচ? হাহাহা!”
advertisement
চোলি কে পিছে গানে মাধুরী দীক্ষিতের নাচ:
অনন্ত-রাধিকার বিয়েতে দেখা মিলল সেই চিরাচরিত মাধুরী ম্যাজিকের। নব্বইয়ের দশকের জনপ্রিয় ‘চোলি কে পিছে’ গানে নাচলেন ধক-ধক গার্ল। নিজের এনার্জেটিক পারফরম্যান্সের মাধ্যমে আরও একবার মাধুরী প্রমাণ করে দিলেন যে, তিনিই বলিউডের ডান্স ডিভা!
শাহরুখ খান, রণবীর সিং এবং বরযাত্রীদের জন্য অনন্তের উপহার:
ধনকুবের মুকেশ আম্বানি ও নীতা আম্বানির কনিষ্ঠ পুত্র অনন্ত আম্বানি গত ১২ জুলাই সাতপাকে বাঁধা পড়েছেন রাধিকা মার্চেন্টের সঙ্গে। আর প্রসংশা ও কৃতজ্ঞতার জন্য বরযাত্রীদের এক্সক্লুসিভ Audemars Piguet লিমিটেড এডিশন ঘড়ি উপহার দিয়েছেন অনন্ত। যার প্রতিটির দাম ২ কোটি টাকারও বেশি। এই বিলাসবহুল ঘড়ি দেখাতে দেখা গিয়েছে বলিউডের সুপারস্টার শাহরুখ খান এবং রণবীর সিংকেও।
advertisement
হবু মা দীপিকাকে আলিঙ্গন করে আবেগপ্রবণ হয়ে পড়লেন ঐশ্বর্য:
অনন্ত-রাধিকার বিয়েতে তৈরি হল আরও এক আবেগঘন মুহূর্ত। হবু মা তথা অভিনেত্রী দীপিকা পাড়ুকোনকে আলিঙ্গন করলেন প্রাক্তন বিশ্বসুন্দরী ঐশ্বর্য রাই বচ্চন। যদিও বচ্চন পরিবারের সঙ্গে অনুষ্ঠানস্থলে উপস্থিত হতে দেখা যায়নি ঐশ্বর্যকে। যা নিয়ে বেশ চর্চাও হচ্ছে। দীপিকা এবং ঐশ্বর্যর আলিঙ্গনে এক উষ্ণ মুহূর্ত তৈরি হতে দেখা গেল।
অনন্ত-রাধিকার অনুষ্ঠানে জাস্টিন বিবারের পারফরম্যান্স:
অনন্ত-রাধিকার বিয়ের সঙ্গীতে মঞ্চে রীতিমতো আগুন ধরিয়ে দিয়েছেন আন্তর্জাতিক তারকা জাস্টিন বিবার। বেশ কিছু প্রতিবেদন থেকে জানা গিয়েছে যে, মাত্র ৩০ মিনিটের শোয়ের জন্য ৮৩ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন জাস্টিন। ‘বেবি’, ‘পিচেস’-এর মতো জনপ্রিয় গানে দর্শকদের মুগ্ধও করেছেন তিনি।
আলাদা ভাবে পৌঁছেও একসঙ্গে ঐশ্বর্য-অভিষেক:
বিয়ের অনুষ্ঠানে আলাদা আলাদাই পৌঁছেছিলেন অভিষেক বচ্চন ও ঐশ্বর্য রাই বচ্চন। অভিষেক এসেছিলেন নিজের বাবা-মা তথা অমিতাভ বচ্চন ও জয়া বচ্চনের সঙ্গে। এর পাশাপাশি তাঁদের সঙ্গে দেখা গিয়েছে অভিষেকের দিদি শ্বেতা বচ্চন নন্দার পরিবারকেও। অন্যদিকে ঐশ্বর্য পৌঁছেছিলেন কন্যা আরাধ্যার সঙ্গে। এতে তীব্র হয় জল্পনা। তবে অনুষ্ঠানস্থলের অন্দরে একসঙ্গে দেখা গেল ঐশ্বর্য ও অভিষেককে।
শাহরুখ খানের উদ্দেশ্যে জন সিনার বার্তা:
অনন্ত-রাধিকার বিয়েতে শাহরুখের সঙ্গে নিজের একটি ছবি এক্স অ্যাকাউন্টে পোস্ট করেছেন জন সিনা। পাউডার ব্লু কুর্তা আর সাদা পাজামায় অসাধারণ দেখাচ্ছিল জন সিনাকে। তাঁর পোশাকে ছিল সিলভার এম্ব্রয়ডারি। আর পায়ে গলিয়েছিলেন বাদামী জুতো। পেশাদার কুস্তিগীরের এহেন ভারতীয় সাজ প্রশংসিত হয়েছে। তিনি আম্বানি পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। সেই সঙ্গে শাহরুখের উদ্দেশ্যেও দিয়েছেন বার্তা।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Anant Ambani-Radhika Merchant Wedding: রণবীর সিংয়ের দুর্ধর্ষ নাচ থেকে শাহরুখের সঙ্গে জন সিনার ভাইরাল ছবি, রইল অনন্ত-রাধিকার বিয়ের সেরা অবিস্মরণীয় মুহূর্ত
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement