বয়স ৯৮, যোগ গুরু আম্মার ব্যায়াম দেখলে হতবাক হবেন !

Last Updated:

কে বলে ঠাকুমা তোমার বয়স হয়েছে ৯৮ ! না, তামিলানাড়ুর এই ঠাকুমার ব্যায়াম দেখেল, আট থেকে আঠারো, আঠারো থেকে আঠাশ, সব বয়সের লোকজনের চোখ কপালে উঠতে বাধ্য ৷

#চেন্নাই: কে বলে ঠাকুমা তোমার বয়স হয়েছে ৯৮ ! না, তামিলানাড়ুর এই ঠাকুমার ব্যায়াম দেখেল, আট থেকে আঠারো, আঠারো থেকে আঠাশ, সব বয়সের লোকজনের চোখ কপালে উঠতে বাধ্য ৷ বিরাট কোহলি যেমন মোদিকে ফিটনেস চ্যালেঞ্জ দিয়েছিল, ঠাকুমা কিন্তু বিরাট কেন, গোটা দুনিয়াকে ফিটনেস চ্যালেঞ্জে গো হারান হারাবেন বলে কোমর বেঁধে যোগ ব্যায়ামে নেমে পড়েছেন ৯৮-এর এই ঠাকুমা !
বিশ্ব যোগ দিবসে দেরাদুনে প্রায় ৫০ হাজার মানুষের সঙ্গে ব্যায়াম করতে ব্যস্ত তামিলনাড়ুর ৯৮ বছরের বৃদ্ধা আম্মা নানাম্মাল ৷ ইনিই হলেন দেশের বর্ষীয়ান যোগ গুরু ৷ তামিলনাড়ুর গণপতি জেলায় বেশ যোগ গুরু হিসেবে বেশ জনপ্রিয়ও এই আম্মা ৷ বয়স যেন তাঁর কাছে শুধুই নম্বর ৷
advertisement
advertisement
শুধু বিশ্ব যোগ দিবসেই নয়, আম্মা কিন্তু সপ্তাহের সাত সাতটা দিন প্রায় ১০০ জনকে যোগ ব্যায়ামের প্রশিক্ষণ দেন ৷ আর এ ব্যাপারে কোনও ক্লান্তিই নেই তাঁর ৷ জানা গিয়েছে প্রায় ৫০ রকমের আসন জানেন আম্মা ৷ আম্মার কথায়, ‘যতদিন বেঁচে থাকব, ততদিন যোগ ব্যায়াম করে যাবও ৷ আর নতুন প্রজন্মকেও উদ্ভুত করব ৷ ’
advertisement
বাংলা খবর/ খবর/বিনোদন/
বয়স ৯৮, যোগ গুরু আম্মার ব্যায়াম দেখলে হতবাক হবেন !
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement