Anant Ambani wedding: ঐশ্বর্যা আলাদা এলেন! বচ্চন পরিবারের সঙ্গে আর থাকেন না? অনন্ত-রাধিকার বিয়েতে জল্পনা তুঙ্গে

Last Updated:

অমিতাভের সঙ্গে রয়েছেন জয়া, কন্যা শ্বেতা ও তাঁর স্বামী, নাতনি নভ্যা নভেলি নন্দা, পুত্র অভিষেকও। কিন্তু দেখা গেল না অমিতাভের পুত্রবধু ঐশ্বর্যা রাইকে। পরে আলাদা করে ঢুকলেন কন্যা আরাধ্যার হাত ধরে। তখন আবার তাঁদের আলাদা করে ছবি তোলা হল। যদিও অনন্ত-রাধিকার বিয়ের আসরে বচ্চন পরিবারের এই বিভেদ কারও চোখ এড়াল না।

বিবাহ-বিচ্ছেদ কি সত্যিই হতে চলেছে?
বিবাহ-বিচ্ছেদ কি সত্যিই হতে চলেছে?
মুম্বই: জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের বিয়ের অনুষ্ঠান চলছে। দেশ বিদেশের অতিথিদের সমাগমে চাঁদের হাট বসেছে সেখানে। গোটা বলিউড এক হয়ে গিয়েছে আম্বানিদের উৎসবে। আলোকচিত্রীরা তৈরিই ছিলেন। সপরিবারে তারকারা যখন প্রবেশ করছেন, তাঁদের একসঙ্গে দাঁড় করিয়ে ছবিও তুলে নিচ্ছেন তাঁরা। তবে বচ্চন পরিবার আসতেই শুরু হল গুঞ্জন। অমিতাভের সঙ্গে রয়েছেন জয়া, কন্যা শ্বেতা ও তাঁর স্বামী, নাতনি নভ্যা নভেলি নন্দা, পুত্র অভিষেকও। কিন্তু দেখা গেল না অমিতাভের পুত্রবধু ঐশ্বর্যা রাইকে। প্যাপারাৎজি অপেক্ষায় ছিলেন অভিনেত্রী এই বুঝি প্রবেশ করবেন! এদিক ওদিক খুঁজলেন। কিন্তু সবার পিছনেও ছিলেন না ঐশ্বর্যা। পরে আলাদা করে ঢুকলেন কন্যা আরাধ্যার হাত ধরে। তখন আবার তাঁদের আলাদা করে ছবি তোলা হল। যদিও অনন্ত-রাধিকার বিয়ের আসরে বচ্চন পরিবারের এই বিভেদ কারও চোখ এড়াল না।
তবে কি জল্পনাই সত্যি? আর একসঙ্গে থাকেন না অভিষেক-ঐশ্বর্যা? বিবাহ-বিচ্ছেদ কি সত্যিই হতে চলেছে? ঐশ্বর্যার আলাদা উপস্থিতির ছবি নেট দুনিয়ায় ভাইরাল হতেই শুরু হয়েছে চর্চা।
যদিও ঐশ্বর্যা সপ্রতিভ। আশীর্বাদের সন্ধ্যায়ও হেসে হাত নাড়লেন সবার উদ্দেশে। পরনে জমকালো গাউন। উপরে কালোর উপর বেগুনি পাড়ের রোব। ঐতিহ্যবাহী মাং টিকা ছিল তাঁর কপালে। পাশে আবিরের মতো স্নিগ্ধ আরাধ্যা। মা মেয়ের সুন্দর বন্ধন দেখেও মুগ্ধ হন অনুরাগীরা। যদিও ঘুরেফিরে ক্যামেরায় চলে আসেন বচ্চন পরিবারের বাকিরা। নাতনির সঙ্গে স্ত্রীর সঙ্গে পোজ দিয়ে চলেছেন অমিতাভ। একবারও কথা বললেন না পুত্রবধূর সঙ্গে। পরিবারের মাঝে হঠাৎ যেন চিড় ধরে গিয়েছে। যা আর আড়ালে থাকল না। যদিও অনন্ত-রাধিকার বিয়ের দিনের একটি ভাইরাল হয়েছে। তাতে স্বামী অভিষেকের সঙ্গে কথা বলতে দেখা গিয়েছে ঐশ্বর্যাকে। ফ্রেমে রয়েছেন হৃত্বিক রোশনও। অভিষেক আর হৃত্বিক পাশাপাশি বসে। লাল লেহেঙ্গায় ঐশ্বর্যা দাঁড়িয়ে গম্ভীর ভাবে কিছু বলছেন অভিষেককে। সেই ছবি ঘিরেও শুরু হয়েছে জল্পনা।
advertisement
advertisement
অনন্ত-রাধিকার বিয়ের অনুষ্ঠানে সামিল হওয়া তারকাদের পরনেও ছিল ভারতীয় ঐতিহ্যবাহী পোশাক। যা হয়ে উঠেছে ভারতের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের উদযাপন। আসর মাতিয়েছিলে গোটা বলিউড! সঙ্গে হলিউড শিল্পীরাও। কে ছিলেন না অতিথির তালিকায়! প্রিয়াঙ্কা চোপড়া, নিক জোনাস থেকে শুরু করে কিম কার্দাশিয়ান, ক্লোয়ি কার্দাশিয়ান, রাম চরণ, জন সিনা, রেমা, জ্যাকি শ্রফ, শাহরুখ খান, গৌরি খান, অমিতাভ বচ্চন, রাজকুমার রাও, পত্রলেখা, অনন্যা পাণ্ডে, শানায়া কাপুর, অর্জুন কাপুর, খুশি কাপুর, সারা আলি খান প্রমুখরা। ১৪ জুলাই অনন্ত-রাধিকার রিসেপশন উপলক্ষে আবারও জোরদার শেষ দিনের অনুষ্ঠান।
বাংলা খবর/ খবর/বিনোদন/
Anant Ambani wedding: ঐশ্বর্যা আলাদা এলেন! বচ্চন পরিবারের সঙ্গে আর থাকেন না? অনন্ত-রাধিকার বিয়েতে জল্পনা তুঙ্গে
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement