Aindrila Sharma Death: একাদশে হানা দিল ক্যানসার, তখন থেকে সাক্ষী বহরমপুর! কেমন ছিল ঐন্দ্রিলার ছোটবেলা?
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Aindrila Sharma Death: বহরমপুরের ইন্দ্রপ্রসন্ন এলাকার বাসিন্দা ছিল ঐন্দ্রিলা। মা মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালের সিনিয়র নার্স, বাবা চিকিৎসক।
#বহরমপুর: মুর্শিদাবাদ জেলার বহরমপুর নিবাসী ২৪ বছর বয়সী ঐন্দ্রিলা শর্মা। বহরমপুর মহারানী কাশীশ্বরী গার্লস হাইস্কুলের ছাত্রী ছিল ঐন্দ্রিলা শর্মা। টানা কুড়ি দিন ধরে লড়াই করছিলেন হাসপাতালে। অবশেষে রবিবার প্রয়াত হলেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। আর তার মৃত্যুর খবর বহরমপুরে এসে পৌঁছতেই শোকের ছায়া নেমে আসে বহরমপুরের বহরমপুর কাশীশ্বরী গার্লস হাইস্কুলে।
বহরমপুরের ইন্দ্রপ্রসন্ন এলাকার বাসিন্দা ছিল ঐন্দ্রিলা। মা মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালের সিনিয়র নার্স, বাবা চিকিৎসক। ১৯৯৮ সালে জন্মগ্রহণ করেছিলেন ঐন্দিলা। ঐন্দ্রিলা শর্মা ও তার দিদি বহরমপুর কাশীশ্বরী গার্লস হাইস্কুলের ছাত্রী ছিলেন। ২০১৫ সালে একাদশ শ্রেণীর ছাত্রী থাকাকালীন মারণরোগে আক্রান্ত হন।
advertisement
advertisement
দুই বার ক্যান্সার আক্রান্ত হলেও তিনি তা পরাজিত করে আবার জীবন যুদ্ধে ফিরে এসেছিলেন। হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শনিবার রাতে একাধিকবার হার্ট অ্যাটক হয় তাঁর। যদিও রবিবার দুপুর একটা নাগাদ তার মৃত্যুর খবর বহরমপুরের ইন্দ্রপ্রসন্ন এলাকায় আসতেই শোকের ছায়া নেমে আসে।
advertisement
বহরমপুর সহ গোটা মুর্শিদাবাদ জেলার বিভিন্ন মন্দির ও গির্জায় প্রার্থনা করা হয় ঐন্দ্রিলা শর্মার জন্য। সোশ্যাল মিডিয়াতে তাঁর বন্ধু সব্যসাচী চৌধুরী সে কথা লিখেওছিলেন। তবে ঐন্দ্রিলার মৃত্যুর ঘটনা বহরমপুরে আসতেই গোটা এলাকার বাসিন্দারা সহ বহরমপুর মহারানী কাশীশ্বরী গার্লস হাইস্কুলের এখন শুধুই মন খারাপ। টানা কুড়ি দিনের লড়াই শেষ হল তাঁর। জীবনাবসান হল ঐন্দ্রিলা শর্মার।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 20, 2022 3:13 PM IST