৩৭০ ধারা খারিজ ! খুব শীঘ্রই কাশ্মীর উপত্যকায় হামলে পড়তে চলেছে বলিউড

Last Updated:
#মুম্বই: ‘দিওয়ানা হুয়া পাগল’ হোক কিংবা ‘পরদশিয়ো সে না আঁখিয়া মিলানা’ ৷ হিন্দি ছবিতে কাশ্মীর আসলেই প্রথম এ গান মনে পড়তে বাধ্য ৷ শাম্মি কাপুর থেকে শশী কাপুর, শর্মিলা ঠাকুর থেকে সায়রা বানু ৷ রণবীর কাপুর থেকে শাহিদ কাপুর আবার প্রীতি জিনতা থেকে ক্যাটরিনা ৷ কিংবা পহেলগাঁওয়ের সেই ভ্যালি, যা কিনা নাম ধরল ‘বেতাব’ নামেই ৷
হিন্দি সিনেমার প্রায় সব নায়িকাই কাশ্মীরকে প্রেক্ষাপটে রেখে অভিনয় করেছেন ৷ ৭০ দশক থেকে আশির দশক হয়ে বলিউডের কাশ্মীর প্রেম দিন বেড়েছিল ৷ তবে নম্বইয়ের পর থেকে যেন উপত্যকার ছন্দ কিছুটা হলেও বদলাতে শুরু করল ৷ সেই ছন্দ নিয়েই দক্ষিণী সিনেমার জনপ্রিয় পরিচালক তৈরি করে ফেললেন ‘রোজা’ ৷ কাশ্মীরকে অন্যভাবে চেনালেন তিনি ৷ এখন কাশ্মীর মানেই যেন ‘ইয়ে হাসি বাঁদিয়া, ইয়ে খুলা আসমা’ ! তারপর কিছুটা সময় কাটিয়ে হৃতিক রোশনের ‘মিশন কাশ্মীর’ ? ঠিক যেমনি ‘ঝিলো কা শহর !’
advertisement
উপত্যকার অস্থির অবস্থা বার বার বাধা দিয়েছে বলিউডকে কাশ্মীরে যেতে ৷ অনিশ্চিত কাশ্মীরের রাজনৈতিক পরিস্থিতি বহুবার বাধা সৃষ্টি করেছিল সিনেমার শ্যুটিং ৷ তবুও সে সব অগ্রাহ্য করে মাঝে মধ্যেই সুজিত সরকার, ওনির-রা ছবি তৈরি করেছেন কাশ্মীরকে নিয়ে ৷ যেখানে শুধুই কাশ্মীর প্রেক্ষাপট নয়, গল্পেও কাশ্মীর ৷ সম্প্রতি বহু ছবিই শ্যুট হয়েছে কাশ্মীরে ৷ বিশাল ভরদ্বাজের ‘হয়দার’, ইমতিয়াজ আলির প্রযোজনায় ‘লায়লা মজনু’, অনুরাগ কাশ্যপের ‘মনমর্জিয়া’ ৷ তবে বড় প্রোডাকশন ছাড়াও ছোট প্রযোজনাতেও কাশ্মীরে তৈরি হয়েছে প্রচুর ছবি ৷ তবে সব কিছুই ঘটেছে তুমুল নিরাপত্তা ব্যবস্থার ঘেরাটপে ৷ কিছুটা আতঙ্কের মধ্যেও বটে ৷
advertisement
advertisement
haider-movie-shooting-in-kashmir
কাশ্মীরে ৩৭০ ধারা রদ হল ৷ পুরনো নিয়ম ভেঙে কাশ্মীরেও এখন গোটা দেশের মতো নিয়মবিধি ৷ প্রশ্ন উঠছে এবার কী তাহলে কাশ্মীরের পরিস্থিতি বদলাবে ? তবে এর উত্তর খোঁজার আগেই, বলিউডের প্রযোজক ও পরিচালক একেবারে তৈরি কাশ্মীরে ছবির শ্যুটিংয়ে ৷ সূত্র বলছে, কাশ্মীরে ৩৭০ রদ হওয়ার পরেই রাতারাতি প্রায় বহু পরিচালক, প্রযোজক ইতিমধ্যেই রেইকি করার জন্য কাশ্মীর যেতে প্রস্তুত ৷
advertisement
2K8dVAkEHhtoH2z1Tobxf6u8jmpO8UQSaLU9jjzMNaFetB-9cOvx67SkuhMEHBV9rzMpZyDxtU-RJB0RTCMHQ
ঠিক যেমন পরিচালক মুজফর আলি ৷ কাশ্মীরকে প্রেক্ষাপট বানিতে ‘জুনি’ ছবি তৈরি করার কথা ছিল এই পরিচালকের ৷ কিন্তু কাশ্মীরের অশান্ত পরিবেশে সেই ছবি তৈরি করা আর হয়নি ৷ পরিচালকের আশা, ৩৭০ রদ হওয়ার পর হয়তো ফের এই ছবি তৈরি করতে কোমর বেঁধে নামতে পারবেন পরিচালক ৷ ঠিক একই অবস্থা পরিচালক ওনিরের ৷ কাশ্মীরকে নিয়েই এক গল্প লিখেছিলেন ওনির ৷ কিন্তু ছবির শ্যুটিং শুরু করতে পারছিলেন না ৷ ওনিরের মতো হয়তো এবার ছবির কাজ শুরু করতে পারবেন ৷ তবে ওনির সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ৩৭০ রদ, ভালো পদক্ষেপ ৷ এক দেশ এক আইনই হওয়া উচিত ৷ কিন্তু যে উপায়ে এটি বলবৎ হল, তাতে কি সত্যিই শান্তি ফিরবে কাশ্মীরের?
advertisement
কিছুটা এই প্রশ্নই উড়ে বেড়াচ্ছে বলিউডের হাওয়ায় ৷ আর সেই প্রশ্ন নিয়েই কাশ্মীর উপত্যকায় শ্যুটিং সরঞ্জাম নিয়ে জলদিই হাজির হতে চলেছে বলিউড ! ফের হয়তো কাশ্মীর উপত্যকায় দেখা মিলবে বলিউডি নায়ক-নায়িকাদের৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
৩৭০ ধারা খারিজ ! খুব শীঘ্রই কাশ্মীর উপত্যকায় হামলে পড়তে চলেছে বলিউড
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement