কেমন হবে ‘সন্ন্যাসী রাজা’র শেষ অধ্যায়, দেখুন ভিডিওতে

Last Updated:

‘সন্ন্যাসী রাজা’ ধারাবাহিকের দর্শকদের জন্য দুঃসংবাদ ৷ শেষ হতে চলেছে স্টার জলসার এই জনপ্রিয় ধারাবাহিক ৷ কিন্তু শেষটা কেমন হবে ? শেষরক্ষা হবে কী ? ডাক্তারের কুকীর্তি ফাঁস হয়ে মেজকুমার আর বিম্ববতীর সুখের সংসার কি শুরু হবে ? আদৌ কি শাস্তি পাবেন ডাক্তার ঠাকুরপো ?

#কলকাতা: ‘সন্ন্যাসী রাজা’ ধারাবাহিকের দর্শকদের জন্য দুঃসংবাদ ৷ শেষ হতে চলেছে স্টার জলসার এই জনপ্রিয় ধারাবাহিক ৷ কিন্তু শেষটা কেমন হবে ? শেষরক্ষা হবে কী ? ডাক্তারের কুকীর্তি ফাঁস হয়ে মেজকুমার আর বিম্ববতীর সুখের সংসার কি শুরু হবে ? আদৌ কি শাস্তি পাবেন ডাক্তার ঠাকুরপো ? তা জানতেই এখন উৎসুক হয়ে রয়েছেন ‘সন্ন্যাসী রাজা’র ভক্তকূল ৷
সেই শেষ অধ্যায়েরই ঝলক দেখা গেল কয়েক মিনিটের এক ঝলকে ৷ শেষ অধ্যায়ের একটি প্রোমো সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন স্বয়ং মেজবৌ রানি থুড়ি বিম্ববতী থুড়ি অদ্রিজা রায় ৷ সেই প্রোমো দেখে মোটামুটি আন্দাজও করা যাচ্ছে শেষ এপিসোডের বিষয়ে ৷ সেখানে দেখা যাচ্ছে, গ্রামবাসীদের সামনে ডাক্তারের মুখোশ খুলে দিচ্ছেন মেজবৌ রানি ৷ কিন্তু হেরে গিয়েও ছেড়ে দেওয়ার পাত্র নন ডাক্তার ৷ হঠাৎই পিস্তল বের করে বিম্ববতীর বুকে গুলি চালিয়ে দেন তিনি ৷ রক্তাক্ত অবস্তায় মেজকুমারের কোলে ঢলে পড়েন বিম্ব ৷ এখানেই প্রোমো শেষ হলেও আদতে কী হবে সেদিনের অধ্যায়ে তা জানতে গেলে তো অবশ্যই আপনাকে দেখতে হবে ‘সন্ন্যাসী রাজা’র শেষ অধ্যায় ৷
advertisement
advertisement

Last Promo @rohit.samanta #sanyashiraja #starjalsha

A post shared by Adrija Addy Roy (@adrija_addy) on

advertisement
স্বাধীনতাপূর্ব পর্বের এক প্রভাবশালী জমিদার বংশ, তাঁদের সাংসারিক লড়াই, স্বদেশী আন্দোলন আর স্বার্থান্বেষী ডাক্তার ঠাকুরপো- এঁদের নিয়েই ছিল ‘সন্ন্যাসী রাজা’র গল্প ৷ শুরুর সময় কয়েকটা এপিসোডে বড় পর্দার ‘সন্ন্যাসী রাজা’র সঙ্গে একটু আধটু মিল পাওয়া গেলেও সময় যত এগিয়েছে, গল্প ততই মোড় নিয়েছে অন্যদিকে ৷ অবশেষে আগামী রবিবার শেষ হতে চলেছে এই ধারাবাহিক ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
কেমন হবে ‘সন্ন্যাসী রাজা’র শেষ অধ্যায়, দেখুন ভিডিওতে
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement