Viral Photo: ঠোঁটে ঠোঁট ডুবিয়ে চরম আদর, মুখ থেকে খেলেন কেক, ওম-মিমির রোম্যান্স ফাঁস হতেই...!

Last Updated:

Viral Photo: ঠোঁটে ঠোঁট ডুবিয়ে চরম আদরে মত্ত ওম-মিমি৷ স্ত্রীর মুখ থেকেই কেক খাচ্ছেন অভিনেতা৷ অন্তরঙ্গ মুহূর্তের সেই ছবিই এখন নেটদুনিয়ার হটকেক৷

দু’জনেই টলিউড ইন্ডাস্ট্রির পরিচিত মুখ৷ বছর তিনেক আগে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন টলিউড অভিনেত্রী মিমি দত্ত এবং ওম সাহানি৷ তাঁদের গদগদ প্রেমে সর্বদাই বুঁদ নেটিজেনরা৷ মিমি ও ওমের দাম্পত্য জীবন নিয়েও সর্বদা চর্চা চলে৷ এমনকী তারকাজুটির সোশ্যাল মিডিয়া পোস্ট দেখেও তার প্রমাণ পাওয়া যায়৷ সুযোগ পেলেই স্ত্রী মিমিকে ভালবাসায় ভরিয়ে দেন ওম৷ এবারও তার অন্যথা হল না৷
বিয়ের তিন বছর পূর্তি উপলক্ষ্যে সোশ্যাল মিডিয়ায় একটি রোম্যান্টিক ছবি পোস্ট করেছেন অভিনেতা ওম৷ ছবির সঙ্গে জুড়ে দিয়েছেন একটি মিষ্টি ক্যাপশন৷ ছবিতে দেখা যাচ্ছে ঠোঁটে ঠোঁট ডুবিয়ে চরম আদরে মত্ত ওম-মিমি৷ স্ত্রীর মুখ থেকেই কেক খাচ্ছেন অভিনেতা৷ অন্তরঙ্গ মুহূর্তের সেই ছবিই এখন নেটদুনিয়ার হটকেক৷

View this post on Instagram

A post shared by Om Sahani (@om_sahani15)

advertisement
advertisement
বিবাহবার্ষিকীর দিন লাল টকটকে শাড়ি, স্লিভলেস ব্লাউজ,গলায় সেট পরে রেড হট লুকে ধরা দিয়েছেন অভিনেত্রী৷ অন্যদিকে কালো রঙের পোশাকে দেখা গিয়েছেন ওমকে৷ মুহূর্তের মধ্যে ওম ও মিমির এই মিষ্টি মুহূর্তের ছবি মন কেড়েছে ভক্তদের৷ সকলেই কমেন্টে বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানিয়েছেন৷ ওয়ার্ক ফ্রন্টের কথা বলতে গেলে এই মুহূর্তে ‘লাভ বিয়ে আজকাল’ ধারাবাহিকে লিড রোলে অভিনয় করছেন ওম সাহানি৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Viral Photo: ঠোঁটে ঠোঁট ডুবিয়ে চরম আদর, মুখ থেকে খেলেন কেক, ওম-মিমির রোম্যান্স ফাঁস হতেই...!
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement