EXCLUSIVE: ফের শহরে শুটিংয়ে অভিষেক বচ্চন, নয়া অবতারে ‘বব বিশ্বাস’

Last Updated:

ফের আরও একবার মহানগরের বুকে আরও একটি সিনেমার জন্য শ্যুটিং করবেন জুনিয়র বচ্চন ৷

#কলকাতা: ফের শহরে অভিষেক বচ্চন ৷ করোনা থেকে সুস্থ হয়ে ফের পুরোদমে কাজ শুরু করে দিয়েছেন জুনিয়র বচ্চন ৷ এবার ‘বব বিশ্বাস’ সিনেমার শ্যুটিংয়ের জন্য আগামিকাল অর্থাৎ কলকাতায় আসছেন অভিষেক ৷ এই ছবির মাধ্যমেই পরিচালনায় পা রাখছেন সুজয় ঘোষের কন্যা দিয়া অন্নপূর্ণা ঘোষ। প্রযোজনার দায়িত্বে শাহরুখের রেড চিলিজ। কাহানির প্রিকোয়েল বলা যেতে পারে বব বিশ্বাসকে। ভারতে করোনা মহামারির প্রকোপের আগে চলতি বছরের জানুয়ারি মাসেও এই সিনেমার জন্যই কলকাতায় শ্যুটিংয়ের জন্য এসেছিলেন অভিষেক ৷
ফের আরও একবার মহানগরের বুকে আরও একটি সিনেমার জন্য শ্যুটিং করবেন জুনিয়র বচ্চন ৷  ২৫ নভেম্বর থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত চলবে শ্যুটিং ৷ বব বিশ্বাস টিম সূত্রে খবর, ময়দান, পঞ্চসায়র, পাটুলি ও বেনিয়াপুকুর- শহরের এই চার জায়গাতেই শ্যুট চলবে এই ১২-১৩ দিন ৷
”নমস্কার, আমি বব বিশ্বাস-একমিনিট”, এই সংলাপ শুনেই দর্শকদের শিরদাঁড়া দিয়ে হিমশীতল স্রোত বয়ে গিয়েছিল ৷ শুধু এই সংলাপে, ছোট ভূমিকাতেই বাজিমাত করেছিলেন অরিজিনাল বব বিশ্বাস শাশ্বত চট্টোপাধ্যায় । তাই বব বিশ্বাস ছবিতে নাম ভূমিকায় অভিষেক বচ্চন জানার পর থেকেই উত্তাল হয়েছিল সোশাল মিডিয়া। কেন অভিনয় করছেন না সে ব্যাপারে শাশ্বত চট্টোপাধ্যায় কখনই সংবাদ মাধ্যমে মুখ খোলেননি ৷ তবে ফিল্মের কথা শুনে টিম বব বিশ্বাসকে অভিনন্দন জানিয়েছিলেন তিনি।
advertisement
advertisement
Debapriya Dutta Majumdar
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
EXCLUSIVE: ফের শহরে শুটিংয়ে অভিষেক বচ্চন, নয়া অবতারে ‘বব বিশ্বাস’
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement