‘ প্রতিভার গুরুত্ব নেই, ভুয়ো দারিদ্রের গল্পই মুখ্য’, রিয়্যালিটি শো-কে তুলোধনা করলেন অভিজিৎ সাওয়ন্ত

Last Updated:

প্রাক্তন ইন্ডিয়ান আইডলজয়ী এই শিল্পী তীব্র ভাষায় আক্রমণ করেছেন রিয়্যালিটি শো-কে ৷ তাঁর কথায়, এই মঞ্চে দারিদ্রের ভুয়ো গল্প বেশি বিক্রি হয় প্রকৃত প্রতিভার তুলনায় ৷

মুম্বই : রিয়্যালিটি শো-এর হাত ধরেই তাঁর উত্থান ৷ কিন্তু বিনোদন দুনিয়ার সেই মঞ্চকেই তুলোধনা করলেন অভিজিৎ সাওয়ন্ত ৷ প্রাক্তন ইন্ডিয়ান আইডলজয়ী এই শিল্পী তীব্র ভাষায় আক্রমণ করেছেন রিয়্যালিটি শো-কে ৷ তাঁর কথায়, এই মঞ্চে দারিদ্রের ভুয়ো গল্প বেশি বিক্রি হয় প্রকৃত প্রতিভার তুলনায় ৷
তবে গায়কের কিছুটা হলেও সমর্থন আছে আঞ্চলিক রিয়্যালিটি শো-এর দিকে ৷ তিনি মনে করেন, সেখানে প্রতিযোগীদের প্রেক্ষাপট নিয়ে কেউ বিশেষ জানে না৷ সকলে তাঁদের গানে মনোযোগ দেন ৷ কিন্তু হিন্দি রিয়্যালিটি শো-এ প্রতিযোগীদে্র জীবনের দুঃখের অংশকে ভাঙিয়ে পর্ব চালানো হয় ৷ সব গুরুত্ব তার উপরেই ৷
তিনি নিজেরই উদাহরণ দিয়েছেন ৷ তাঁর মনে পড়ে গিয়েছে, এক বার রিয়্যালিটি শো-এর মঞ্চে তিনি গানের কথা ভুলে গিয়েছিলেন ৷ কিন্তু বিচারকরা তাঁকে দ্বিতীয় সুযোগ দিয়েছিলেন ৷ অভিজিৎ মনে করেন, সেই ঘটনা এখনকার সময়ে হলে ওই মুহূর্তকে চরম নাটকীয় তৈরি করা হত ৷
advertisement
advertisement
তবে অভিজিৎই প্রথম নন ৷ এর আগে কিশোরকুমারের ছেলে অমিতকুমারও ‘ইন্ডিয়ান আইডল’-এর সমালোচনা করেছিলেন ৷ কিশোর কুমারকে নিয়ে বিশেষ পর্ব তাঁর ভাল লাগেনি ৷ পছন্দ হয়নি প্রতিযোগীদের গায়কি ৷ পরে তিনি ক্ষোভে ফেটে পড়েছিলেন ৷ বলেছিলেন, তাঁকে বলা হয়েছিল বাজে গান করলেও প্রতিযোগীদের প্রশংসা করতে হবে ৷ তাছাড়া শো-এর আবহে প্রতিযোগীদের মধ্যে প্রেমের নকল গল্প তৈরি করাও তাঁর পছন্দ হয়নি ৷
advertisement
সঞ্চালক আদিত্য নারায়ণও স্বীকার করেছিলেন ‘ইন্ডিয়ান আইডল’-এ প্রেমের গল্প তৈরি করা হয় ৷ কিন্তু তাঁর দাবি, এ সবই নিছক বিনোদনের উদ্দেশে করা হয় ৷ অল্প বয়সি প্রতিযোগীদের মধ্যে সত্যি যদি কেউ কারও প্রেমে পড়েন, তাহলে তাঁদের শুভেচ্ছা থাকে ৷ আর যদি তা না হয়, তবে সেটা তাঁদের ব্যক্তিগত সিদ্ধান্ত ৷ ইন্ডিয়ান আইডল-এর গত মরসুমে আদিত্য এবং নেহা কক্করের মধ্যে কাল্পনিক প্রেমও ছিল বহু চর্চিত ৷
advertisement
এই পরিস্থিতিতে সমালোচকদের প্রশ্ন, ‘রিয়্যালিটি শো-এ রিয়্যালিটি কোথায়?’
বাংলা খবর/ খবর/বিনোদন/
‘ প্রতিভার গুরুত্ব নেই, ভুয়ো দারিদ্রের গল্পই মুখ্য’, রিয়্যালিটি শো-কে তুলোধনা করলেন অভিজিৎ সাওয়ন্ত
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement