সব ঠিক, এপ্রিলেই নাকি বিয়ে করতে চলেছেন অর্জুন-মালাইকা !
Last Updated:
#মুম্বই: এতদিন শুধু রটছিল, এবার তো রীতিমতো সানাই বেজে উঠল ! হ্যাঁ, বলিউডের অন্দরে উড়ে চলা হাওয়ায় আপাতত একটাই খবর ৷ চলতি বছরেই নাকি বিয়ে করতে চলেছেন অর্জুন কাপুর ও মালাইকা অরোরা ৷ সব নাকি ঠিকঠাক ৷ দুই পরিবারের মধ্যেও নাকি সব কথাবার্তা শেষ !
একটি ইংরেজি দৈনিকে প্রকাশিত খবর অনুযায়ী, অর্জুন ও মালাইকা নাকি আগামী বছরে সমস্ত কাজ বন্ধ রেখেছেন ৷ দু’জনেই নাকি নানা শ্যুটিং থেকে ছুটিও চেয়ে রেখেছেন ৷ জানা গিয়েছে, চলতি বছরের এপ্রিল মাসেই নাকি সাত পাকে বাঁধা পড়তে চলেছেন অর্জুন ও মালাইকা ৷
অন্যদিকে অবশ্য শোনা গিয়েছে, মালাইকার বিয়ের খবর পেয়ে মোটেই খুশি নন, সলমন খান ৷ অর্জুনের সঙ্গে নাকি কিছুদিন থেকে কথাও বন্ধ করেছেন তিনি ৷
advertisement
advertisement
অর্জুন এখন ব্যস্ত নতুন ছবি ‘পানিপথ’-এর শ্যুটিংয়ে ৷ এই শ্যুটিংয়ের কাজ শেষ করেই নাকি ছাদনাতলায় রওনা হবেন অর্জুন ও মালাইকা !
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 10, 2019 4:27 PM IST