Sayan Banerjee Cpim Candidate: তমলুকে কি জোর লড়াই দেবে CPIM? সায়ন বন্দ্যোপাধ্যায়ের প্রচারে যা ঘটল নন্দীগ্রামে, নিশানায় বিজেপি!
- Reported by:Sujit Bhoumik
- news18 bangla
- Published by:Suman Biswas
Last Updated:
Sayan Banerjee Cpim Candidate: পূর্ব নির্ধারিত কর্মসূচি মেনে আজ রবিবার নন্দীগ্রামে ভোট প্রচারে আসার কথা ছিল তমলুকের সিপিআইএম প্রার্থী সায়ন বন্দ্যোপাধ্যায়ের।
নন্দীগ্রাম: নন্দীগ্রামে রাতের অন্ধকারে ছেঁড়া হয়েছে সিপিএমের পতাকা। দেবীপুর এলাকায় পতাকা খুলে ফেলে দেওয়া হয়েছে বলে অভিযোগ। আজ, রবিবাসরীয় ভোট প্রচারে গিয়ে দলের খুলে ফেলে দেওয়া সব পতাকা কর্মীদের সঙ্গে নিয়ে ফের টাঙিয়ে দিলেন তমলুকের বাম প্রার্থী সায়ন বন্দ্যোপাধ্যায়।
পূর্ব নির্ধারিত কর্মসূচি মেনে আজ রবিবার নন্দীগ্রামে ভোট প্রচারে আসার কথা ছিল সায়নের। তাঁর আসার আগে আগেই এলাকায় লাল পতাকা লাগিয়ে সাজিয়েছিলেন বাম কর্মীরা। সেইসব পতাকাই রাতের অন্ধকারে ছেঁড়া হয়েছে, খুলে ফেলে দেওয়া হয়েছে বলে অভিযোগ সিপিএমের।
advertisement
advertisement
নন্দীগ্রামে তাদের দলের পতাকা ছিড়েছে বিজেপিই। অভিযোগ সায়ন বন্দ্যোপাধ্যায়ের। পতাকা লাগানোর সময়ই বাম কর্মীদের বিজেপির স্থানীয় নেতারা ভয় আর হুমকি দেখাচ্ছিল বলে সায়নের অভিযোগ। যদিও অভিযোগ অস্বীকার করেছে বিজেপি।
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Mar 31, 2024 11:03 AM IST










