বনবন করে ঘোরাচ্ছেন লাঠি...! সবাইকে চমকে দিলেন দিলীপ! দেখুন অবাক করা ভিডিও

Last Updated:

Dilip Ghosh: চেনা পুরনো ছন্দেই দিলীপ ঘোষ। নির্বাচনী প্রচারে নেমে একের পর এক অভিনব কায়দায় জনসংযোগ প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতি তথা বর্ধমান-দুর্গাপুরের বিজেপি লোকসভা প্রার্থী দিলীপ ঘোষ।

+
লাঠি

লাঠি খেলা দেখাচ্ছেন দিলীপ ঘোষ।

পানাগড়, পশ্চিম বর্ধমান : সেই চেনা পুরনো ছন্দেই দিলীপ ঘোষ। নির্বাচনী প্রচারে নেমে একের পর এক অভিনব কায়দায় জনসংযোগ প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতি তথা বর্ধমান-দুর্গাপুরের বিজেপি লোকসভা প্রার্থী দিলীপ ঘোষ।
বুধবার রামনবমীতে দিলীপ ঘোষকে পাওয়া গেল স্বকীয় মেজাজে। রাম নবমীর শোভাযাত্রায় যোগ দিয়ে দেখালেন একের পর এক কেরামতি। লাঠি ঘোরালেন বনবন করে। যা দেখে শোভাযাত্রায় অংশগ্রহণ করা বহু মানুষ রীতিমত অবাক। আবার কেউ কেউ বললেন, দিলীপ ঘোষ মেদিনীপুরে থাকুন বা বর্ধমান, সব জায়গাতেই তিনি এক।
advertisement
advertisement
প্রসঙ্গত, পানাগড় বাজারে রামনবমী উপলক্ষে একটি শোভাযাত্রার আয়োজন করা হয়েছিল। সেখানে যোগ দিয়েছিলেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি তথা বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। সেই শোভাযাত্রায় যোগ দিয়ে তিনি লাঠি খেলা দেখিয়েছেন। আর দিলীপ ঘোষকে এমন চেনা ছন্দে দেখতে পেয়ে বিজেপি কর্মী সমর্থকরা যেমন উচ্ছ্বসিত হয়েছেন, একই সঙ্গে শোভাযাত্রায় অংশগ্রহণ করা বিভিন্ন মানুষজন তা অবাক চোখে দেখেছেন।
advertisement
উল্লেখ্য, বিগত ২০১৫ সাল থেকে পানাগড় বাজারে রামনবমীতে একটি বিশাল শোভাযাত্রা বের করা হয়। এবারও তার অন্যতা হয়নি। উল্টে এবারের শোভাযাত্রায় জাঁকজমক ছিল আরও বেশি। উদ্যোক্তারা বলছেন, রাম মন্দির প্রতিষ্ঠা হয়েছে। তাই এবারের রামনবমী বিশেষ। সেই উপলক্ষে রামনবমীর শোভাযাত্রা আরও বড় করে আয়োজন করা হয়েছিল।
advertisement
রামনবমীর এই শোভাযাত্রায় যেমন নানা রকম বাজনা আয়োজন করা হয়েছিল, ছিল রামভক্ত হনুমানের বিশাল কাট আউট। একইসঙ্গে রামভক্তদের গেরুয়া পতাকা দোলাতে দেখা গিয়েছে। পানাগড় ছাড়াও আশপাশের বহু এলাকা থেকে রামনবমীর এই শোভাযাত্রায় অনেকে যোগ দিয়েছিলেন। আর এসবের মধ্যেই শোভাযাত্রায় দিলীপ ঘোষের লাঠি খেলা দেখানো মানুষকে রীতিমতো অবাক করেছে। এদিন শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের নজর এক লহমায় কেড়ে নিয়েছেন দিলীপ ঘোষ।
advertisement
নয়ন ঘোষ
view comments
বাংলা খবর/ খবর/নির্বাচন/
বনবন করে ঘোরাচ্ছেন লাঠি...! সবাইকে চমকে দিলেন দিলীপ! দেখুন অবাক করা ভিডিও
Next Article
advertisement
Lionel Messi in Vantara: মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি, হাতির সঙ্গে ফুটবল খেলা, আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি
মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি, আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি
  • মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি

  • হাতির সঙ্গে ফুটবল খেলা

  • আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি

VIEW MORE
advertisement
advertisement