মে মাসেই কী পঞ্চায়েত ভোট? কাল সর্বদলীয় বৈঠক
Last Updated:
পঞ্চায়েত নির্বাচন কবে ? তা স্থির করতেই এ বার সর্বদলীয় বৈঠকের ডাক দিল রাজ্য নির্বাচন কমিশন ৷ আগামীকাল দুপুর ২টোয় এই বৈঠক হবে কমিশনের দফতরে ৷
#কলকাতা: পঞ্চায়েত নির্বাচন কবে ? তা স্থির করতেই এ বার সর্বদলীয় বৈঠকের ডাক দিল রাজ্য নির্বাচন কমিশন ৷ আগামীকাল দুপুর ২টোয় এই বৈঠক হবে কমিশনের দফতরে ৷
মে-জুন মাসেই হতে পারে পঞ্চায়েত নির্বাচন, এর আগেও এমনই সম্ভাবনার কথা জানিয়েছিলেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী সুব্রুত মুখোপাধ্যায় ৷ চলতি বছরের মে মাসের মাঝামাঝিই গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের মেয়াদ শেষ হবে ৷ আসন্ন পঞ্চায়েত নির্বাচনের জন্য প্রয়োজনীয় প্রশাসনিক প্রস্তুতিও প্রায় শেষের পথে বলে খবর ৷ জেলাগুলিতে ভোট কর্মীদের প্রশিক্ষণও প্রায় শেষ ৷
advertisement
advertisement
এ বারের পঞ্চায়েত নির্বাচনে ভোটার ৫ কোটির বেশি ৷ ভোটার তালিকা প্রকাশ করে এই হিসেব আগেই দিয়েছে নির্বাচন কমিশন ৷ পঞ্চায়েত ভোট হবে ব্যালটে ৷
গত কয়েকটি নির্বাচনে রাজ্যের ভোট মানচিত্রটা প্রায় একই পথে এগিয়েছে ৷ একদিকে বামেদের লাগাতার ক্ষয়, সেইসঙ্গে প্রথম স্থানাধিকারীর সঙ্গে বিস্তর ফারাক রেখে বিজেপির দ্বিতীয় স্থানে উঠে আসা। পঞ্চায়েত ভোটের আগে তাই আরও সতর্ক ঘাসফুল শিবির। বিজেপিকে কোন অস্ত্রে ঘায়েল করতে হবে তাও স্থির করে দিয়েছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।
Location :
First Published :
March 28, 2018 2:31 PM IST