পঞ্চায়েত ভোটের আগে সর্বশক্তি নিয়ে প্রচারে বিজেপি, পাল্টা কৌশল তৃণমূলের

Last Updated:

বিজেপি-র ‘টার্গেট পশ্চিমবঙ্গ’ নিয়ে দলের কোর কমিটির বৈঠকে আলোচনা করল তৃণমূল কংগ্রেস।

#কলকাতা: বিজেপি-র ‘টার্গেট পশ্চিমবঙ্গ’ নিয়ে দলের কোর কমিটির বৈঠকে আলোচনা করল তৃণমূল কংগ্রেস। সামনেই পঞ্চায়েত ভোট। তার আগে বিজেপি-র কেন্দ্রীয় নেতৃত্ব পশ্চিমবঙ্গে চল্লিশ জনের প্রতিনিধি পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। থাকছে, রাজনাথ সিং, সুষমা স্বরাজের মতো হাই প্রোফাইল বিজেপি নেতার নাম। তৃণমূলের বক্তব্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর এ রাজ্যের মানুষের ভরসা অগাধ। বিজেপিকে তাঁরা প্রত্যাখ্যান করবেন।
মিশন উত্তরপ্রদেশ সফল। এবার টার্গেট পশ্চিমবঙ্গ। পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে সেই লক্ষ্যেই এগোচ্ছে বিজেপি। শুরু হচ্ছে দলের ‘জনসম্পর্ক অভিযান’।
বিজেপির জনসম্পর্ক অভিযান’
advertisement
- ৬ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত চলবে ‘জনসম্পর্ক অভিযান’
- আসানসোল ও দার্জিলিঙ বাদে এ রাজ্যের ৪০ লোকসভা কেন্দ্রে যাবেন বিজেপি নেতারা
তৃণমূল কংগ্রেসের জনভিত্তি কেড়ে নিয়ে সর্বশক্তি নিয়ে ঝাঁপাতে চাইছে বিজেপি। ওই কর্মসূচি সফল করতে এরাজ্যে আসছেন বিজেপির একঝাঁক কেন্দ্রীয় মন্ত্রী ও তাবড় নেতানেত্রীরা।
advertisement
- মমতা বন্দ্যোপাধ্যায়ের এক সময়ের লোকসভা কেন্দ্র কলকাতা দক্ষিণে যাবেন রাজনাথ সিং
- কর্মসূচিতে থাকবেন কেন্দ্রীয় মন্ত্রী উমা ভারতী
- রাজ্যে আসছেন সুষমা স্বরাজ
- থাকবেন স্মৃতি ইরানি
- রবিশংকর প্রসাদের মতো হাই প্রোফাইল নেতানেত্রীরা
রাজ্য দখলে বিজেপির এই তোড়জোড় দেখে কী প্রতিক্রিয়া তৃণমূল কংগ্রেসের?
শুক্রবারই, স্বল্প সঞ্চয়ে সুদের হার কমানোর সিদ্ধান্তের কথা ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। মোদি সরকারের আর্থিক নীতির সমালোচনায় তৃণমূল কংগ্রেস। এ নিয়ে জোরদার প্রচার আন্দোলনেও নামতে চলেছে দল।
advertisement
বিজেপির কর্মসূচিতে জোড়াফুল শিবিরের আত্মবিশ্বাসে ঘা লাগছে না। উল্টে, পঞ্চায়েত নির্বাচনের আগে সাম্প্রদায়িকতা, স্বল্প সঞ্চয়ে কোপ, নোটবন্দি-সহ একাধিক বিষয় নিয়ে পালটা প্রচারে ঝাঁপিয়ে পড়তে চাইছে শাসকদল। ২১ জুলাইয়ের মঞ্চ থেকেই দলীয় কর্মীদের বিজেপি বিরোধিতার গাইডলাইন বেঁধে দিতে চলেছেন তৃণমূল কংগ্রেস নেত্রী।
বাংলা খবর/ খবর/কলকাতা/
পঞ্চায়েত ভোটের আগে সর্বশক্তি নিয়ে প্রচারে বিজেপি, পাল্টা কৌশল তৃণমূলের
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement