Cyber Security: সাইবার সিকিউরিটিতে নিজের ক্যারিয়ার গড়তে চান? এই কোর্সেই হবে ইচ্ছেপূরণ

Last Updated:

সাইবার সিকিউরিটি ও ডিজিটাল ফরেন্সিক নিয়ে ডিপ্লোমা ও পিজি ডিপ্লোমার সুযোগ নিয়ে এসেছে ইন্ডিয়ান স্কুল অফ এথিক্যাল হ্যাকিং। এর আগে উত্তরবঙ্গে কোনও কলেজেই এমন কোর্সগুলি করানো হত না।

+
সাইবার

সাইবার সিকিউরিটিতে নিজের ক্যরিয়ার গড়ুন

শিলিগুড়ি: বর্তমানে গোটা দেশে এথিক্যাল হ্যাকিং, সাইবার সিকিউরিটি, ডিজিটাল ফরেন্সিক এই বিষয়ে জানা ছাত্রছাত্রীদের চাহিদা তুঙ্গে। কর্মক্ষেত্রেও রয়েছে অনেক সুযোগ। তাই সাইবার সিকিউরিটি এক্সপার্ট হয়ে উঠতে করে ফেলতে পারেন এই কোর্স। এর আগে উত্তরবঙ্গে কোনও কলেজেই এমন কোর্সগুলি করানো হত না। তবে এবার সাইবার সিকিউরিটি ও ডিজিটাল ফরেন্সিক নিয়ে ডিপ্লোমা ও পিজি ডিপ্লোমার সুযোগ নিয়ে এসেছে ইন্ডিয়ান স্কুল অফ এথিক্যাল হ্যাকিং। ইন্ডিয়ান স্কুল অফ এথিক্যাল হ্যাকিং-এর সঙ্গে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় স্বীকৃত এই দুটি কোর্স ময়নাগুড়ি কলেজে চালু হতে চলেছে।
২০২৪-এর জানুয়ারি মাস থেকেই নতুন এই দুটি কোর্সের জন্য আবেদন করতে পারবেন ইচ্ছুকরা। যে কোনও বিভাগ থেকেই ছাত্রছাত্রী কিংবা চাকরিজীবীরাও এই কোর্স দুটির জন্য আবেদন করতে পারবেন। মোট ৬০টি আসন নিয়ে শুরু হতে চলেছে এই দুটি কোর্স। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়, ময়নাগুড়ি কলেজ ও ইন্ডিয়ান স্কুল অফ এথিক্যাল হ্যাকিংয়ের যৌথ প্রচেষ্টায় ময়নাগুড়ি কলেজের অধীনে শুরু হতে চলেছে এই দুটি কোর্স। তবে ক্লাস হবে শিলিগুড়ির বাঘা যতীন মাঠ সংলগ্ন এই সংস্থার শাখায়। ছয় মাস থেকে এক বছর পর্যন্ত চলবে ক্লাস। এক সাংবাদিক বৈঠকে কোর্স দুটি সম্পর্কে কলেজ কর্তৃপক্ষ ও সংস্থার কর্মকর্তারা জানান।
advertisement
advertisement
এদিনের সাংবাদিক বৈঠকে ময়নাগুড়ি কলেজের প্রিন্সিপাল ডঃ দেবকুমার মুখোপাধ্যায় বলেন, “যাঁরা এই এ বিষয়গুলিকে নিয়ে ভবিষৎ গড়তে চান, তাঁদের জন্য এটাই সুবর্ণ সুযোগ। নতুন এই কোর্সগুলি তাঁদের চাকরির ক্ষেত্রে একাধিক পথ খুলে দেবে।” একই বক্তব্য ডঃ দেবাশিস দত্তর।
advertisement
অন্যদিকে, ইন্ডিয়ান স্কুল অফ এথিক্যাল হ্যাকিংয়ের পক্ষ থেকে সন্দীপ সেনগুপ্ত বলেন, “ছাত্রছাত্রীদের পাশাপাশি যেহেতু চাকরিজীবীরাও এই কোর্সগুলো করতে পারবেন তাই ক্লাসের সময়গুলি তাঁদের সুবিধামতো রাখা হবে। উত্তরবঙ্গের অনেকেই এই বিষয়গুলি নিয়ে ভবিষৎ গড়তে চান, তাঁদের জন্যই আমাদের এই কোর্সগুলিকে নিয়ে আসা।”
advertisement
উল্লেখ্য, সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা চাকরি পাওয়ার ক্ষমতা ছাড়াও খুব দ্রুত ক্যারিয়ার গঠন করতে পারেন। তারা নিজেদের পছন্দ মতো অবস্থান খুঁজে বের করার জন্য বিভিন্ন বিকল্পের সন্ধান পেয়ে থাকেন। এক্ষেত্রে কাজের পরিসর ব্যাপক। তাই তারা যেকোনও একটিকে বেছে নিয়ে নিজের ও পেশাগত উন্নতি ঘটাতে পারেন, দক্ষতা বাড়াতে পারেন এবং ব্যক্তিগত পরিসর আরও বড় করতে পারেন।
advertisement
অনির্বাণ রায়
view comments
বাংলা খবর/ খবর/শিক্ষা/
Cyber Security: সাইবার সিকিউরিটিতে নিজের ক্যারিয়ার গড়তে চান? এই কোর্সেই হবে ইচ্ছেপূরণ
Next Article
advertisement
West Bengal Weather Update: রাতে শীত, দিনে কিছুটা গরম ! কলকাতার তাপমাত্রা ১ ডিগ্রি বাড়ল, জাঁকিয়ে শীত কবে থেকে?
রাতে শীত, দিনে কিছুটা গরম ! কলকাতার তাপমাত্রা ১ ডিগ্রি বাড়ল, জাঁকিয়ে শীত কবে থেকে?
  • রাতে শীত, দিনে কিছুটা গরম

  • আগামী পাঁচ-সাত দিনে রাজ্যে জাঁকিয়ে শীত পড়ার তেমন সম্ভাবনা নেই

  • রাজ্যের কোথাও আপাতত ঘন কুয়াশার সতর্কবার্তা নেই

VIEW MORE
advertisement
advertisement