SSC Scam Case: সুপ্রিম রায়ে চাকরি গেল একই স্কুলের ১১জনের, খেজুরির শতাব্দী প্রাচীন স্কুলে পঠন-পাঠন শিকেয়
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
- Written by:Sujit Bhoumik
Last Updated:
২০১৬ সালের এসএসসি মামলায় সুপ্রিম কোর্টের রায়ে চাকরি গিয়েছে প্রায় ২৬ হাজার শিক্ষকের। আর এর জেরে কার্যত গোটা রাজ্যজুড়েই দেখা দিয়েছে শিক্ষক 'সংকট'। এই শিক্ষক সংকটের প্রভাব পড়েছে খেজুরির কলাগেছিয়া জগদ্বীশ বিদ্যাপীঠেও।
খেজুরি: ২০১৬ সালের এসএসসি মামলায় সুপ্রিম কোর্টের রায়ে চাকরি গিয়েছে প্রায় ২৬ হাজার শিক্ষকের। আর এর জেরে কার্যত গোটা রাজ্যজুড়েই দেখা দিয়েছে শিক্ষক ‘সংকট’।
এই শিক্ষক সংকটের প্রভাব পড়েছে খেজুরির কলাগেছিয়া জগদ্বীশ বিদ্যাপীঠেও। হঠাৎ করে শিক্ষক কমে যাওয়ায় সমস্যায় পড়েছেন ওই বিদ্যালয়ের শিক্ষকেরা। বিদ্যালয়ের ২৮ জন শিক্ষকের মধ্যে ৯ জন শিক্ষকের চাকরি চলে যাওয়ার পাশাপাশি চাকরি বাতিল হয়েছে দুই অশিক্ষক কর্মীরও। আর তার জেরেই প্রবল সমস্যায় পড়েছেন স্কুল কর্তৃপক্ষ।
advertisement
advertisement
বিদ্যালয়ে ছাত্র ছাত্রীর সংখ্যা ২২০০। স্কুলে এই সময় চলছে পরীক্ষা। আর তার জেরে পঠন-পাঠন কার্যত শিকে উঠেছে। বৃহস্পতিবার, সুপ্রিম কোর্টের এই রায়ের পরই স্কুলে কোন শিক্ষকই আসেননি।
তবু, বাতিলদের তালিকায় থাকা সত্ত্বেও একজন গ্রুপ ডি কর্মী শিক্ষকদের অনুরোধে স্কুলে আসেন। এছাড়াও বিষয়ভিত্তিক কোনো শিক্ষক না থাকায় আগামীদিনে কিভাবে ক্লাস হবে সেই নিয়ে চিন্তায় স্কুল কর্তৃপক্ষ।
view commentsLocation :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
April 04, 2025 2:06 PM IST

