Research Program: গবেষক নিয়োগ করবে কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে! অনলাইনে সহজ আবেদন করুন আজই
- Published by:Raima Chakraborty
- hyperlocal
- Reported by:Nayan Ghosh
Last Updated:
Research Program: জীবনবিজ্ঞান, বায়োটেকনোলজি অথবা প্রাণীবিজ্ঞানের এমএসসিতে অন্তত ৫৫ শতাংশ নম্বর পেয়ে উত্তীর্ণ হতে হবে।
আসানসোল, পশ্চিম বর্ধমান : কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে গবেষক নিয়োগ। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অর্থপুষ্ট প্রকল্পে করা হবে এই নিয়োগ। অনলাইনে করা যাবে আবেদন। এই মর্মে ইতিমধ্যেই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। শুরু হয়েছে আবেদন প্রক্রিয়া।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিজ্ঞান বিভাগে গবেষক নিয়োগ করা হবে। এতে অর্থ সহায়তা করবে কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের সংস্থা সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং রিসার্চ বোর্ড।
যদিও শূন্যপদ রয়েছে মাত্র একটি। নিয়োগ করা হবে জুনিয়ার রিসার্চ ফেলো অথবা সিনিয়র রিসার্চ ফেলো। আবেদনের ভিত্তিতে যোগ্যতা বিচার করে এই নিয়োগ করা হবে। এই পদে আবেদনের জন্য জীবনবিজ্ঞান, বায়োটেকনোলজি অথবা প্রাণীবিজ্ঞানের এমএসসিতে নূন্যতম ৫৫ শতাংশ নম্বর পেয়ে উত্তীর্ণ হতে হবে।
advertisement
advertisement
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে সিনিয়র রিসার্চ ফেলো পদে আবেদন করতে চাইলে দু বছরের যোগ্যতা থাকা আবশ্যক। পাশাপাশি সংক্রামক রোগ ধর্মী গবেষণায় অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
আরও পড়ুন: রোজ খাবারের পাতে শসা খান? শরীরে কী হচ্ছে এর ফলে জানেন? চিকিৎসকের অবাক করা দাবি
জুনিয়র রিসার্চ ফেলো পথে আবেদন করতে চাইলে বয়স হতে হবে ২৮ বছরের মধ্যে। অন্যদিকে সিনিয়র রিসার্চ ফেলো পদে আবেদন করতে চাইলে বয়স হতে হবে ৩২ বছরের মধ্যে। জেআরএফ পদের জন্য পারিশ্রমিক দেওয়া হবে ৩১ হাজার টাকা। অন্যদিকে এসআরএফ পদে পারিশ্রমিক মিলবে ৩৫ হাজার টাকা। সঙ্গে বাড়িভাড়া বাবদ ভাতা দেওয়া হবে।
advertisement
আরও পড়ুন: চিনি খাওয়া ছেড়ে দিলে কী হবে জানেন? শরীরের এই পরিবর্তনগুলো শুনলে চমকাবেন! জানুন ডাক্তারের কথা
যারা আবেদন করতে চান, তাদের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা ইমেইল আইডিতে নিজেদের জীবনপঞ্জি পাঠাতে হবে।
আবেদনের ইমেল আইডি –
hr@knu.ac.in
Copy to – suprabhat.mukherjee@knu.ac.in
ibil.serbproject@gmail.com
আবেদনের শেষ তারিখ ২০ সেপ্টেম্বর। পরবর্তী ধাপে প্রার্থী বাছাই করে ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য ব্যক্তিকে বেছে নেওয়া হবে। যে সংক্রান্ত বাকি তথ্য পাওয়া যাবে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে।
advertisement
নয়ন ঘোষ
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
September 19, 2024 8:31 PM IST