Madhyamik History Suggestion 2024: ইতিহাসে ভয়! এই টিপস মানলেই মাধ্যমিকে সহজেই উঠবে পুরো নম্বর, রইল লাস্ট মিনিটের সাজেশন

Last Updated:

Madhyamik History Suggestion 2024: মাধ্যমিক পরীক্ষা। জীবনে প্রথম বড় ধাপ। ছাত্র-ছাত্রীদের ভয় কাটাতে ইতিহাস বিষয়ে সহজ উপায় সাজেশন দিলেন কামারপুকুর রামকৃষ্ণ মিশন বহুমুখী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক কুন্তল মন্ডল।

+
স্কুল 

স্কুল 

কামারপুকুর: মাধ্যমিক পরীক্ষা। জীবনে প্রথম বড় ধাপ। ছাত্র-ছাত্রীদের ভয় কাটাতে ইতিহাসের সহজ সাজেশন দিলেন কামারপুকুর রামকৃষ্ণ মিশন বহুমুখী উচ্চ-মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক কুন্তল মন্ডল। দীর্ঘ ২৭ বছর ইতিহাস পড়াচ্ছেন কুন্তল বাবু। এমনকি মাধ্যমিক পরীক্ষার্থীদের দীর্ঘ কয়েক বছর ছাত্রছাত্রীরা পরীক্ষার খাতা দেখান। মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ইতিহাসের কী সাজেশন দিলেন তিনি? দেখে নেওয়া যাক এক নজরে।
প্রথমেই তিনি ছাত্র-ছাত্রীদের ইতিহাস ভীতি কাটানোর পরামর্শ দিয়েছেন। তার সঙ্গে টেক্সট বইটি খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে এবং মনে রাখতে হবে। তিনি বলেন, MCQ এবং SQ প্রশ্ন প্রচুর তাই এগুলি সুন্দরভাবে করতে হবে। তার সঙ্গে দু’নম্বরের যে প্রশ্নগুলি আছে, সেগুলির উত্তর দিতে গেলে এক-একটা প্রশ্নের যেন ৪ মিনিট করে সময় ধার্য করতে হবে।
advertisement
advertisement
সবশেষে বড় প্রশ্নগুলি ভাল করে লেখার জন্য ২৫ মিনিট করে সময় নেওয়ার কথা বলেন তিনি। বিভিন্ন টেস্ট পেপারে যে প্রশ্নগুলি আছে, সেগুলি একটু ভাল করে অনুশীলনের কথা বলেছেন তিনি। শুধুমাত্র সাল-তারিখ ঘটনাবলী নয়, এখন সামগ্রিক জীবনচর্চা অর্থাৎ আগের ইতিহাস আর বর্তমানের ইতিহাস অনেকটা পাল্টে গিয়েছে।
advertisement
এখন যে আধুনিক ইতিহাস দশম শ্রেণীতে পড়ানো হয়, আগের থেকে এখন অনেকটাই পরিবর্তিত হয়েছে।কুন্তল বাবু বলেন, ইতিহাস মানেই যে ভুলে যাবে, এমনটা মনে করার কিছু নেই। এটা মাথায় না নিয়ে সহজ সরল ভাবে পড়ে যেতে হবে।সবশেষে তিনি বলেন সবার পরীক্ষা ভালো হোক এবং রেজাল্ট করুক এই শুভেচ্ছা জানিয়েছেন সকলের উদ্দেশে।
advertisement
Suvojit Ghosh
view comments
বাংলা খবর/ খবর/শিক্ষা/
Madhyamik History Suggestion 2024: ইতিহাসে ভয়! এই টিপস মানলেই মাধ্যমিকে সহজেই উঠবে পুরো নম্বর, রইল লাস্ট মিনিটের সাজেশন
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement