Madhamik Result 2025: মাধ্যমিকের ফলে জেলায় জয়জয়কার এই স্কুলের, মেধা তালিকায় দুই কৃতী!

Last Updated:

সেরা দশের তালিকায় স্থান পেয়েছে কোচবিহারের তুফানগঞ্জ মহকুমা এলাকার দুই কৃতী ছাত্র। একজনের নাম অনির্বাণ দেবনাথ, তিনি ৬৮৮ নম্বর পেয়ে অষ্টম হয়েছেন। অন্যজন হলেন দেবাঙ্কন দাস, তিনি ৬৮৭ নম্বর পেয়ে নবম হয়েছেন

+
মেধা

মেধা তালিকার দুই কৃতী ছাত্র

তুফানগঞ্জ: মাধ্যমিক ২০২৫-এর রেজাল্ট ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। সকাল ৯টায় সাংবাদিক বৈঠক করে ফলপ্রকাশ করে মধ্যশিক্ষা পর্ষদ। চলতি বছরে মাধ্যমিক পরীক্ষায় মোট ৯,৬৯,৪২৫ জন পরীক্ষার্থী পরীক্ষা দেন। তাঁদের মধ্যে সেরা দশের তালিকায় স্থান পেয়েছে কোচবিহারের তুফানগঞ্জ মহকুমা এলাকার দুই কৃতী ছাত্র। একজনের নাম অনির্বাণ দেবনাথ, তিনি ৬৮৮ নম্বর পেয়ে অষ্টম হয়েছেন। অন্যজন হলেন দেবাঙ্কন দাস, তিনি ৬৮৭ নম্বর পেয়ে নবম হয়েছেন। দু’জনেই মহারাজা নৃপেন্দ্র নারায়ণ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের ছাত্র। স্কুলের সকল ছাত্র-ছাত্রী ও শিক্ষকেরা রীতিমতো খুশি।
মাধ্যমিকে রাজ্যে অষ্টম অনির্বাণ দেবনাথ জানান, “পরীক্ষায় বসার পর থেকেই চাপা একটা উত্তেজনা কাজ করছিল মনের ভিতর। তবে ভাল নম্বর পাওয়ার একটা আশা ছিল। এদিন প্রথমে অনলাইনে রেজাল্ট দেখেন তিনি। রেজাল্ট পেয়েই আনন্দিত হন পরিবারের সকলে। আগামীদিনে তিনি বিজ্ঞান বিভাগ নিয়ে পড়াশোনা করে ইঞ্জিনিয়ার হতে চান।” মাধ্যমিকে রাজ্যে নবম দেবাঙ্কন দাস জানান, “এখনও অনেকটা পথচলা বাকি। আগামিদিনে আরও ভাল রেজাল্ট করতে এই সাফল্য অনেকটাই সাহস যোগাবে। আগামীতে ইঞ্জিনিয়ার হতে চাই। “
advertisement
তুফানগঞ্জ  নৃপেন্দ্র নারায়ণ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রজতকান্তি দেবনাথ জানান, আগামীতে দুই ছাত্রের আরও অনেক সফলতা কামনা করি। তাঁরা। এভাবেই স্কুলের নাম উজ্জ্বল হয়ে উঠুক। আগামীর পরীক্ষার্থীদের জন্য বেশ কিছু টিপস দেন জেলার দুই কৃতী। তাঁরা দু’জনেই জানান, “বাধা ধরা সময় মেপে পড়াশোনা করার চাইতে পড়া সম্পূর্ণ করার জন্য পড়া বেশি ভাল। শেষের দিকে নয়, শুরু থেকেই পড়ায় মন দিতে হবে। তবেই সাফল্য পাওয়া সম্ভব।”
advertisement
advertisement
চলতি বছরে রাজ্যের মেধাতালিকায় কোচবিহার জেলার দুজন কৃতী ছাত্র তুফানগঞ্জ মহকুমা এলাকার বাসিন্দা। ফলে স্বভাবতই তুফানগঞ্জ মহকুমা এলাকার বাসিন্দাদের মধ্যে উদ্দীপনা।
Sarthak Pandit
view comments
বাংলা খবর/ খবর/শিক্ষা/
Madhamik Result 2025: মাধ্যমিকের ফলে জেলায় জয়জয়কার এই স্কুলের, মেধা তালিকায় দুই কৃতী!
Next Article
advertisement
West Bengal Weather Update: উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
  • উইকেন্ডে কি ফের হাওয়া বদল ?

  • রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement