তরুণীর মোজার ভিতরে এগুলো কী? চেকিং হতেই... কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষায় অবাক কাণ্ড
- Published by:Tias Banerjee
- news18 bangla
Last Updated:
কলকাতা পুলিশের কনস্টেবল পরীক্ষায় দাঁইহাট গার্লস হাই স্কুলে নকলের অভিযোগে সুতপা হালদার ও জাকির মণ্ডল গ্রেফতার, তদন্তে নেমেছে পুলিশ।
কলকাতা পুলিশের কনস্টেবল নিয়োগ পরীক্ষায় নকলের অভিযোগে এক মহিলা পরীক্ষার্থীকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে নদিয়ার দাঁইহাট গার্লস হাই স্কুলের পরীক্ষা কেন্দ্রে। ধৃত পরীক্ষার্থীর নাম সুতপা হালদার।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, পরীক্ষা চলাকালীন চেকিংয়ের সময় কর্তব্যরত পুলিশের সঙ্গে সহযোগিতা করছিলেন না সুতপা হালদার। তাঁর আচরণ সন্দেহজনক হওয়ায় পরীক্ষাকেন্দ্রের ভিতরেই পৃথকভাবে দেহ তল্লাশি করা হয়। সেই সময় তাঁর পায়ের মোজার ভিতর থেকে উত্তর লেখা দু’টি কাগজ উদ্ধার করে পুলিশ।
advertisement
advertisement
পুলিশি জেরায় সুতপা হালদার জানান, ওই উত্তর লেখা কাগজ তিনি পেয়েছিলেন কাটোয়া থানার মুলটি গ্রামের বাসিন্দা অপর এক পরীক্ষার্থী জাকির মণ্ডলের কাছ থেকে। সেই তথ্যের ভিত্তিতে রবিবার গভীর রাতে কাটোয়া থানার পুলিশ মুলটি গ্রামে অভিযান চালিয়ে জাকির মণ্ডলকে গ্রেফতার করে।
advertisement
সোমবার ধৃত দু’জনকে কাটোয়া মহকুমা আদালতে পেশ করা হয়। এর মধ্যে জাকির মণ্ডলকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানায় পুলিশ। পুলিশ জানিয়েছে, এই চক্রের সঙ্গে আর কেউ যুক্ত রয়েছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।
view commentsLocation :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Dec 22, 2025 3:59 PM IST










