তরুণীর মোজার ভিতরে এগুলো কী? চেকিং হতেই... কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষায় অবাক কাণ্ড

Last Updated:

কলকাতা পুলিশের কনস্টেবল পরীক্ষায় দাঁইহাট গার্লস হাই স্কুলে নকলের অভিযোগে সুতপা হালদার ও জাকির মণ্ডল গ্রেফতার, তদন্তে নেমেছে পুলিশ।

Representative Image তরুণীর মোজার ভিতরে এগুলো কী? চেকিং হতেই... কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষায় অবাক কাণ্ড
Representative Image তরুণীর মোজার ভিতরে এগুলো কী? চেকিং হতেই... কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষায় অবাক কাণ্ড
কলকাতা পুলিশের কনস্টেবল নিয়োগ পরীক্ষায় নকলের অভিযোগে এক মহিলা পরীক্ষার্থীকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে নদিয়ার দাঁইহাট গার্লস হাই স্কুলের পরীক্ষা কেন্দ্রে। ধৃত পরীক্ষার্থীর নাম সুতপা হালদার।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, পরীক্ষা চলাকালীন চেকিংয়ের সময় কর্তব্যরত পুলিশের সঙ্গে সহযোগিতা করছিলেন না সুতপা হালদার। তাঁর আচরণ সন্দেহজনক হওয়ায় পরীক্ষাকেন্দ্রের ভিতরেই পৃথকভাবে দেহ তল্লাশি করা হয়। সেই সময় তাঁর পায়ের মোজার ভিতর থেকে উত্তর লেখা দু’টি কাগজ উদ্ধার করে পুলিশ।
advertisement
advertisement
পুলিশি জেরায় সুতপা হালদার জানান, ওই উত্তর লেখা কাগজ তিনি পেয়েছিলেন কাটোয়া থানার মুলটি গ্রামের বাসিন্দা অপর এক পরীক্ষার্থী জাকির মণ্ডলের কাছ থেকে। সেই তথ্যের ভিত্তিতে রবিবার গভীর রাতে কাটোয়া থানার পুলিশ মুলটি গ্রামে অভিযান চালিয়ে জাকির মণ্ডলকে গ্রেফতার করে।
advertisement
সোমবার ধৃত দু’জনকে কাটোয়া মহকুমা আদালতে পেশ করা হয়। এর মধ্যে জাকির মণ্ডলকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানায় পুলিশ। পুলিশ জানিয়েছে, এই চক্রের সঙ্গে আর কেউ যুক্ত রয়েছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/শিক্ষা/
তরুণীর মোজার ভিতরে এগুলো কী? চেকিং হতেই... কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষায় অবাক কাণ্ড
Next Article
advertisement
Mamata Banerjee on SIR: A-র বদলে E হলেই নাম বাদ, ভোটার তালিকায় বানান বিভ্রান্তি নিয়েও সরব মমতা! দায়িত্ব দিলেন সৌগতকে
A-র বদলে E হলেই নাম বাদ, ভোটার তালিকায় বানান বিভ্রান্তি নিয়েও সরব মমতা! দায়িত্ব দিলেন স
  • নেতাজি ইন্ডোরে বিএলএ-দের নিয়ে বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়৷

  • নামের বানান জট নিয়ে সরব তৃণমূলনেত্রী৷

  • কীভাবে ভোটারদের বাদ যাওয়া নাম ফেরানোর চেষ্টা, বিএলএ-দের দিলেন পরামর্শ৷

VIEW MORE
advertisement
advertisement