Job Fair: বড় খবর! হাওড়ায় জব ফেয়ার প্রায় এক হাজার চাকরি প্রার্থীর ইন্টার্নশিপের ব্যবস্থা
- Published by:Salmali Das
- hyperlocal
- Reported by:RAKESH MAITY
Last Updated:
সি কম ইঞ্জিনিয়ারিং কলেজ এন্ড স্কিল ইউনিভার্সিটির ও বোর্ড অফ প্রাকটিক্যাল ট্রেনিং ইস্টার্ন রিজিওন মিনিস্ট্রি অফ এডুকেশন গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যৌথ উদ্যোগে জব ফেয়ার
হাওড়া: প্রায় এক হাজার চাকরি প্রার্থীর উপস্থিতিতে জব ফেয়ার সাঁকরাইলে! উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে পড়ুয়াদের জীবিকামুখী করে তুলতে উদ্যোগী হল সি কম ইঞ্জিনিয়ারিং কলেজ এন্ড স্কিল ইউনিভার্সিটি | তাঁদের ক্যাম্পাসে ‘জব ফেয়ার’-এর মাধ্যমে বিভিন্ন সংস্থাতে ইন্টার্নশিপ এবং চাকরির ব্যবস্থা করবেন কলেজ কর্তৃপক্ষ। হাওড়া জেলার বিভিন্ন প্রান্তের কলেজ পড়ুয়ারাও এই ‘জব ফেয়ারে’ অংশগ্রহণ করে চাকরির সুবিধা পায়। প্রায় এক হাজার চাকরিপ্রার্থীদের উপস্থিতিতে জব ফেয়ার অনুষ্ঠিত হল হাওড়ার সাঁকরাইলে ।
আরও পড়ুনঃ অত্যন্ত কম ফি দিয়ে এই কোর্স করুন, সহজেই চাকরি পাবেন, জেনে নিন বিশদে
সি কম ইঞ্জিনিয়ারিং কলেজ এন্ড স্কিল ইউনিভার্সিটির ও বোর্ড অফ প্রাকটিক্যাল ট্রেনিং ইস্টার্ন রিজিওন মিনিস্ট্রি অফ এডুকেশন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মাস তিনেক আগে চুক্তিপত্র সাক্ষরিত হয়। গোটা ইন্ডাস্ট্রিতে ইস্টার্ন রিজিওনের ১ লক্ষ ২০ হাজার চাকরির দরকার। এই ‘জব ফেয়ার’ -এর মাধ্যমে উপযুক্ত ট্রেনিং দিয়ে সফ্ট স্কিল এবং আরও নানা ট্রেনিং দেওয়া। যাতে তাঁরা ইন্টারভিউতে নিজেদের উপযুক্ত করে তৈরী করতে পারে। ইন্টার্নশিপ হিসাবে ১ বছরের ট্রেনিং-এ ৯ থেকে ২৫ হাজার টাকা দেওয়া হবে। সেই সঙ্গে শংসাপত্র দেওয়া হবে। যেটা পরবর্তীকালে তাঁদের কাজের অভিজ্ঞতা হিসাবে কার্যকর হবে। ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, ডিগ্রি ইঞ্জিনিয়ার, গ্রাজুয়েট, জেনারেল স্নাতক বিএ, বিএসসি, বিকম ছাত্র-ছাত্রী যারা বিগত ৫ বছরের মধ্যে পাশ করে বেরিয়েছে তাঁরা ইন্টারভিউ এর জন্য উপযুক্ত ।
advertisement
advertisement
সিকম ইঞ্জিনিয়ারিং কলেজ এন্ড স্কিল ইউনিভার্সিটির ডাইরেক্টর শৈবাল সেনগুপ্ত জানান, ‘উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়ার পর চাকরি না পেয়ে অনেক পড়ুয়ারা ভুল পথে চলে যান। সঠিক সুযোগ না থাকার ফলে এই ধরনের ঘটনা ঘটে। তাই বিভিন্ন সংস্থার সঙ্গে যোগাযোগ করে আমরা জব ফেয়ারের এই আয়োজন ।’
রাকেশ মাইতি
Location :
Kolkata,West Bengal
First Published :
August 22, 2024 3:56 PM IST