DSE Odisha Recruitment 2021: ৪৬১৯ পদে শিক্ষক নিয়োগ হতে চলেছে, জেনে নিন বিস্তারিত
- Published by:Arpita Roy Chowdhury
Last Updated:
একাধিক পদে নিয়োগ করতে চলেছে ডিরেক্টরেট অফ সেকেন্ডারি এডুকেশন (DSE), ওড়িশা।
ভুবনেশ্বর : #DSE Odisha Recruitment: একাধিক পদে নিয়োগ করতে চলেছে ডিরেক্টরেট অফ সেকেন্ডারি এডুকেশন (DSE), ওড়িশা। চুক্তির ভিত্তিতে হিন্দি শিক্ষক, সংস্কৃত শিক্ষক ও শারীরশিক্ষার শিক্ষক নিয়োগ করা হবে সরকারি সেকেন্ডারি স্কুলে। আবেদন প্রক্রিয়া শুরু হতে চলেছে আর কিছু দিনের মধ্যেই। আবেদন করা যাবে DSE-র অফিসিয়াল ওয়েবসাইট থেকে। সেখানেই মিলবে আবেদন সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য।
DSE-তে নিয়োগে শূন্যপদের বিবরণ
মোট ৪ হাজার ৬১৯টি শূন্যপদে শিক্ষক নিয়োগ করা হবে। যার মধ্যে-
advertisement
১) ২০৫৫টি শূন্যপদ রয়েছে হিন্দি শিক্ষকের জন্য
২) ১৩০৪টি শূন্যপদ রয়েছে সংস্কৃত শিক্ষকের জন্য
৩) ১২৬০টি শূন্যপদ রয়েছে শারীরশিক্ষার শিক্ষকদের জন্য।
প্রত্যেক ক্ষেত্রেই আবেদনের পূর্বে যোগ্যতা সম্পর্কিত তথ্য জেনে নেওয়া প্রয়োজন।
DSE-তে নিয়োগে শূন্যপদে আবেদনের গুরুত্বপূর্ণ তারিখ
advertisement
৪ হাজার ৬১৯টি শূন্যপদে নিয়োগের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হতে চলেছে আগামী ২৩ অগাস্ট, ২০২১ সকাল ১১ থেকে। চলবে ১৪ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টা পর্যন্ত।
এই সময়ের পর কেউ আবেদন করলে তা গ্রাহ্য হবে না বলে জানিয়েছে DSE।
আবেদনের পর প্রার্থীরা প্রস্তুতির জন্য সময় পাবে। নিয়োগের জন্য পরীক্ষা হবে অক্টোবর মাসে। কবে হবে পরীক্ষা, সেই তারিখ এখনও উল্লেখ করা হয়নি।
advertisement
DSE-তে নিয়োগে শূন্যপদে আবেদনের বয়সসীমা
জানুয়ারি ১, ২০২১ অনুযায়ী আবেদনকারীর বয়স হতে হবে ন্যূনতম ২১ বছর এবং সর্বোচ্চ বয়স হতে হবে ৩২ বছর।
DSE-তে নিয়োগে শূন্যপদে আবেদনের ফি
প্রসেসিং ফি বাবদ প্রত্যেককে আবেদনের জন্য ৬০০ টাকা করে দিতে হবে। এক্ষেত্রে SC, ST এবং PWD প্রার্থীদের ছাড় দেওয়া হয়েছে। তাদের ফি বাবদ ৪০০ টাকা করে দিতে হবে। পেমেন্ট করা যাবে অনলাইনে।
advertisement
DSE-তে নিয়োগে শূন্যপদে যোগ্য প্রার্থী বাছাইয়ের প্রক্রিয়া
একটি কম্পিউটার বেসড কম্পিটিটিভ পরীক্ষা হবে। আবেদনকারীদের সেই পরীক্ষায় বসতে হবে। যার ফলাফলের উপর ভিত্তি করে যোগ্য প্রার্থীদের বাছাই করা হবে।
DSE-তে নিয়োগে শূন্যপদে আবেদনের প্রক্রিয়া
আবেদনের জন্য প্রথমেই DSE-র অফিসিয়াল ওয়েবসাইট https://dseodisha.in/-তে যেতে হবে।
আবেদনের জন্য একটি লিঙ্ক পাওয়া যাবে, সেই লিঙ্কে ক্লিক করলে আবেদনপত্র আসবে। প্রয়োজনীয় তথ্য দিয়ে আবেদনপত্রটি পূরণ করতে হবে।
Location :
First Published :
August 17, 2021 11:59 AM IST
বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
DSE Odisha Recruitment 2021: ৪৬১৯ পদে শিক্ষক নিয়োগ হতে চলেছে, জেনে নিন বিস্তারিত