Canara Bank Recruitment 2021: আবেদনের শেষ তারিখ কবে? কী ভাবে করবেন আবেদন? জেনে নিন বিশদে!

Last Updated:

চুক্তি ভিত্তিতে নিয়োগ করা হবে এবং অফলাইনের মাধ্যমে আবেদনের শেষ তারিখ ৩০ জুন।

#বেঙ্গালুরু: কানাড়া ব্যাঙ্ক (Canara Bank) চিফ ডিজিটাল (Chief Digital) অফিসার পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। যোগ্য এবং আগ্রহী প্রার্থীরা বিজ্ঞপ্তিটি দেখতে এবং প্রয়োজনীয় সমস্ত তথ্য যাচাই করার জন্য canarabank.com ভিজিট করতে পারেন। চুক্তি ভিত্তিতে নিয়োগ করা হবে এবং অফলাইনের মাধ্যমে আবেদনের শেষ তারিখ ৩০ জুন। নিম্নে আবেদনের ক্ষেত্রে যোগ্যতা, গুরুত্বপূর্ণ তারিখ এবং অন্যান্য তথ্য উল্লেখ করা হল।
Canara Bank SO Recruitment 2020: যোগ্যতা
আবেদনের জন্য প্রার্থীর ks BE / BTech পাস এবং MBA এবং সার্টিফিকেশন ইন প্রোজেক্ট ম্যানেজমেন্ট (PMP) থাকতে হবে।
advertisement
BFSI সেক্টরে ১০ বছর এবং বর্তমানে চতুর্থ স্কেলে বিভাগীয়/চিফ ম্যানেজারের উপরের বা সমমানের পদে কর্মরত প্রার্থীরা আবেদনের যোগ্য।
বয়সসীমা: ৩০ এপ্রিল ২০২১ পর্যন্ত প্রার্থীর বয়স ৩৫ থেকে ৫০ বছরের মধ্যে হতে হবে।
advertisement
কাজের স্থান: কানাড়া ব্যাঙ্ক, প্রধান কার্যালয়, বেঙ্গালুরু।
আবেদন ফি:
SC/ST/PWBD/মহিলা প্রার্থীদের জন্য আবেদন ফি ১১৮ টাকা।
অন্য সকলের জন্য আবেদন ফি ১১৮০ টাকা।
অনলাইনের মাধ্যমে NEFT/IMPS/UPI ব্যবহারে আবেদন ফি প্রদান করা যেতে পারে।
কী ভাবে আবেদন করতে হবে:
আবেদন (নির্ধারিত ফর্ম্যাট) ফর্মটি ফিল আপ করে সেই ফর্মের সঙ্গে প্রয়োজনীয় নথির ফটোকপি (নিজে সাক্ষর করে) পাঠাতে হবে- "The Senior Manager, Canara Bank Recruitment Cell, H R WingHead Office, 112, J C Road Bengaluru-560 002" এই ঠিকানায়, চুক্তি ভিত্তিতে চিফ ডিজিটাল অফিসারের জন্য আবেদন ফর্মটি রেজিস্টার্ড পোস্ট/স্পিড পোস্টের মাধ্যমে পাঠাতে হবে।
advertisement
অ্যাপ্লিকেশনগুলি পাঠানোর শেষ তারিখ ৩০.০৬.২০২১
Canara Bank SO Recruitment 2020: নিয়োগ প্রক্রিয়া
ঘোষিত যোগ্যতা/অভিজ্ঞতার ভিত্তিতে এবং জমা দেওয়া ডকুমেন্ট/শংসাপত্র ইত্যাদির উপর নির্ভর করে প্রার্থীদের শর্ট লিস্ট করা হবে। চূড়ান্ত বাছাইপর্বে প্রার্থীরা সাক্ষাৎকারে প্রাপ্ত নম্বরের উপর ভিত্তি করে মেধা তলিকায় স্থান পাবেন। অন্যান্য সমস্ত তথ্য যাচাই করতে, প্রার্থীরা canarabank.com দেখতে এবং প্রকাশিত বিজ্ঞপ্তিটি ডাউনলোডও করতে পারেন।
view comments
বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
Canara Bank Recruitment 2021: আবেদনের শেষ তারিখ কবে? কী ভাবে করবেন আবেদন? জেনে নিন বিশদে!
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement