Allahabad HC Recruitment 2021:  ২৯ পদে রিভিউ অফিসার নিয়োগ করবে হাইকোর্ট! আবেদনের শেষ দিন আগামী ১১ নভেম্বর

Last Updated:

আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে ২২ অক্টোবর থেকে। প্রার্থীদের আগামী ১১ নভেম্বরের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে।

#নয়াদিল্লি: সম্প্রতি এলাহাবাদ হাইকোর্টের (High Court of Judicature) তরফে এক বিজ্ঞপ্তি জারি করে রিভিউ অফিসার (Review Officer) পদে নিয়োগের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা এই বিষয়ে আরও বিশদে জানতে প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটে www.allahabadhighcourt.in গিয়ে খোঁজ নিতে পারেন।
Allahabad HC Recruitment 2021: আবেদনের তারিখ--
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে ২২ অক্টোবর থেকে। প্রার্থীদের আগামী ১১ নভেম্বর, ২০২১ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। আবেদন করতে হবে অনলাইনে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এ ছাড়াও প্রার্থীরা ন্যাশনাল টেস্টিং এজেন্সির (National Testing Agency) ওয়েবসাইট recruitment.nta.nic.in -এর মাধ্যমে আবেদন করতে পারেন।
advertisement
advertisement
Allahabad HC Recruitment 2021: শূন্য পদের সংখ্যা ও বিস্তারিত বিবরণ--
প্রতিষ্ঠানের তরফে জানানো হয়েছে যে, মোট ২৯টি শূন্য পদ রয়েছে।
advertisement
রিভিউ অফিসার (হিন্দি): ২৭টি পদ
রিভিউ অফিসার (ঊর্দূ): ২টি পদ
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য--
advertisement
সংস্থা: এলাহাবাদ হাইকোর্ট (Allahabad HC)
পদের নাম: রিভিউ অফিসার
শূন্য পদের সংখ্যা: ২৯
advertisement
কাজের স্থান: এলাহাবাদ
কাজের ধরন: সরকারি
নির্বাচন পদ্ধতি: এখনও কিছু জানানো হয়নি
advertisement
আবেদন প্রক্রিয়া শুরু: ২২.১০.২০২১
শিক্ষাগত যোগ্যতা: কিছু জানানো হয়নি
বেতনক্রম: কিছু জানানো হয়নি
advertisement
আবেদন পদ্ধতি: অনলাইন
আবেদনের শেষ দিন: ১১.১১.২০২১
Allahabad HC Recruitment 2021: আবেদন ফি--
জেনারেল ও ওবিসি প্রার্থীদের জন্য আবেদন ফি ৮০০ টাকা। অন্য দিকে, উত্তর প্রদেশ নিবাসী তফসিলি জাতি ও উপজাতি বর্গের প্রার্থীদের জন্য ৬০০ টাকা আবেদন ফি ধার্য করা হয়েছে।
Allahabad HC Recruitment 2021: বয়সসীমা--
উল্লিখিত পদে আবেদন করতে ইচ্ছুক প্রার্থীদের বয়সসীমা ১ জুলাই, ২০২১ তারিখ অনুযায়ী ২১ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে।
উল্লখিত পদে আবেদনে ইচ্ছুক প্রার্থীরা সরাসরি আবেদন করতে চাইলে এই লিঙ্কটি https://testservices.nic.in/examsys21/Root/Home.aspx?enc=WPJ5WSCVWOMNiXoyyomJgKYxcjWbDr3HEyiBjXAF3BSat6B/HLhk6dZ2cx6EFnpD ব্যবহার করতে পারেন।
Allahabad HC Recruitment 2021: আবেদন পদ্ধতি--
  • প্রথমে NTA-এর অফিসিয়াল ওয়েবসাইট (recruitment.nta.nic.in)-এ যেতে হবে।
  • এর পর হোমপেজের ‘Recruitment Examinations 2021 High Court of Judicature Allahabad (Latest)’ -এই লেখাটির উপর ক্লিক করতে হবে।
  • এ বার একটি নতুন পেজ খুলে যাবে।
  • সেখানে প্রার্থীকে নিজের নাম রেজিস্টার করাতে হবে।
  • এর পর অনলাইন আবেদনপত্রটি পূরণ করে প্রয়োজনীয় ডকুমেন্ট ও অন্যান্য সার্টিফিকেট এবং আবেদন ফি-সহ জমা করাতে হবে।
  • প্রার্থীরা ভবিষ্যতের সুবিধার্থে ফর্মের এক কপি প্রিন্ট করিয়ে রাখতে পারেন।
    বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
    Allahabad HC Recruitment 2021:  ২৯ পদে রিভিউ অফিসার নিয়োগ করবে হাইকোর্ট! আবেদনের শেষ দিন আগামী ১১ নভেম্বর
    Next Article
    advertisement
    Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
    নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
    • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

    • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

    • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

    VIEW MORE
    advertisement
    advertisement