Ilish Utsav at Mid-Day Meal: বাবা-মা ইলিশ ধরলেও পাতে অমিল রুপোলি শস্য! মিড ডে মিলে খিচুরি আর ইলিশ ভাজা সুন্দরবনের স্কুলে
- Published by:Salmali Das
- hyperlocal
- Reported by:Nawab Ayatulla Mallick
Last Updated:
Ilish Utsav at Mid-Day Meal: মিড-ডে মিলে পাতে পড়ছে ইলিশ। আর যা দেখে খুশির জোয়ার বইছে ছাত্র-ছাত্রীদের মনে। ছাত্র-ছাত্রীদের খুশি দেখে খুশি উলুবাড়ি বেড়মাল প্রাথমিক স্কুলের শিক্ষক-শিক্ষিকারা।
রায়দিঘি, নবাব মল্লিক: মিড-ডে মিলে পাতে পড়ছে ইলিশ। আর যা দেখে খুশির জোয়ার বইছে ছাত্র-ছাত্রীদের মনে। ছাত্র-ছাত্রীদের খুশি দেখে খুশি শিক্ষক-শিক্ষিকা থেকে অভিভাবকরাও। মিড-ডে মিলে পাতে যে ইলিশ পড়বে সেই খবর আগে থেকেই ছিল। ফলে দুপুরের পর স্কুল প্রাঙ্গন ছাত্র-ছাত্রীদের কোলাহলে ভরে ওঠে। নিজেরাই চক-ডাস্টার হাতে নিয়ে বোর্ডে লিখতে শুরু করে দেয় ইলিশ উৎসব।
রোজ খিচুড়ি অথবা সাদা ভাত, সিদ্ধ ডিম নয়তো সোয়াবিনের তরকারি। কোনও কোনও দিন সেদ্ধ ডিমের বদলে ডিমের ঝোল অথবা সবজির ঘ্যাঁট। মিড-ডে মিলের একঘেয়ে এই খাবারে অভ্যস্ত তাঁরা। সেখানে মিড-ডে মিলে খিচুড়ির সঙ্গে বেগুন ভাজা, ইলিশ ভাজা, মিষ্টি খেয়ে আনন্দ আর ধরে না মথুরাপুর ২ নং ব্লকের উলুবাড়ি বেড়মাল অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের।
advertisement
আরও পড়ুনঃ ‘নুন আনতে পান্তা ফুরোয়’! মা যায়নি স্কুল, বাবা মাধ্যমিক পাশ! কুমোরের ছেলের স্বপ্নপূরণ, ২৩ বছরে BARC-এর বিজ্ঞানী
এ নিয়ে স্কুলের এক ছাত্রী অনুশ্রী বৈদ্য জানিয়েছেন এই ইলিশ পেয়ে খুবই খুশি সে। মিড-ডে মিলের খাবারে এমন জিনিস থাকায় সকলেই খুবই আনন্দিত। এ নিয়ে বিভা হালদার নামের এক অভিভাবক জানিয়েছেন, তিনি আশেপাশের স্কুলের কোথাও এমন জিনিস দেখেননি। স্কুলের প্রধান শিক্ষকের উদ্যোগে পাতে এই ইলিশ দেওয়ার উদ্যোগ সাড়া ফেলে দিয়েছে এলাকায়।
advertisement
advertisement
এই স্কুলটি সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় অবস্থিত। প্রায় ১০০ জন ছাত্র-ছাত্রী ও ৩ জন শিক্ষক নিয়ে চলে পঠন-পাঠন। স্কুলের প্রধান শিক্ষক শশাঙ্ক হালদার নিজের উদ্যোগেই এই কাজ করেছেন। এই মিড-ডে মিলে ইলিশ দেওয়া নিয়ে তিনি জানিয়েছেন, স্কুলটি সুন্দরবন এলাকায়। এখানের রায়দিঘি ঘাট থেকে ইলিশ উঠে বাইরে রফতানি হয়। কিন্তু এই এলাকার ছাত্র-ছাত্রী থেকে শুরু করে প্রান্তিক এলাকার মানুষজন ইলিশ খেতে পায় না।
advertisement
সেখান থেকে ছাত্র-ছাত্রীদের মুখে স্বাদের ভিন্নতা আনতে ও মিড-ডে মিলের একঘেয়েমি কাটাতে এই ব্যবস্থা করেছেন তিনি। প্রায় ৬০০-৭০০ গ্রাম সাইজের ইলিশ মাছ নিয়ে এসেছেন তিনি। আগামী দিনেও সময় ও সুযোগ আসলে এভাবেই ইলিশ পাতে দেবেন ছাত্র-ছাত্রীদের।
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
August 05, 2025 2:53 PM IST